চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের গবেষণা কর্মশালা ১৪ নভেম্বর

প্রকাশঃ নভেম্বর ৭, ২০২২ সময়ঃ ৬:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ গবেষণা ও প্রকাশনা কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে গঠন করেছে ‘কম্যুনিকেশন এন্ড জার্নালিজম রিসার্চ এসোসিয়েশন’। এর উদ্যোগে আগামী ১৪ নভেম্বর (সোমবার) আন্তর্জাতিক মানের একটি গবেষণা ও প্রকাশনা কর্মশালার আয়োজন করা হয়েছে।

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ১০০ টাকা রেজিষ্ট্রেশন ফির মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে গবেষণা ও প্রকাশনা কর্মশালাটি দুটি অংশে অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম অংশ অনুষ্ঠিত হবে। এতে সকল অংশগ্রহণকারী থাকবেন। দ্বিতীয় অংশ দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুধু শিক্ষকগণ অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে। কর্মশালার প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের ল্যানকাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান। কর্মশালাটি সভাপতিত্ব করবেন বিভাগের সভাপতি ড. মো. শহীদুল হক৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ। এছাড়া আলোচনা করবেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ ও অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. শহীদুল হক বলেন, এই কর্মশালার মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীরা একজন সফল গবেষক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। সেই সাথে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে আরো ত্বরান্বিত করবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G