চায়না কোভিড: আতঙ্ক এবং ভয় আইফোন ফ্যাক্টরিতে ব্রেকআউট

প্রকাশঃ নভেম্বর ৩, ২০২২ সময়ঃ ১১:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

চীনের নেতা শি জিনপিং জোর দিয়ে বলেছেন, শূন্য-কোভিড এ কোন সমস্যা হয় না। তবে চলমান বিশৃঙ্খলা তার সরকারের নীতি-র জন্য গ্রহণযোগ্য না। অ্যাপল কম্পিউটারের জন্য বিশ্বের বৃহত্তম অ্যাসেম্বলি লাইনে গণ ব্রেকআউটকে উৎসাহিত করেছে সেটা হল ভয়, আতঙ্ক এবং অজ্ঞতা।

ফক্সকন, যে সংস্থাটি এই বিশাল কারখানাটি চালায়, তাকে অবশ্যই এর জন্য দোষ কাঁধে নিতে হবে। তবে প্রকৃতপক্ষে মূল কারণ এই দেশের অনমনীয়, কঠোর, শূন্য-কোভিড পদ্ধতি। বিবিসি সেখানে কর্মীদের সাথে কথা বলেছে যারা তাদের নিজেদের নিরাপত্তার জন্য জরুরী প্রয়োজনের কথা ভাবছেন। এটা যুক্তিযুক্ত নাও হতে পারে, কিন্তু কেউ কেউ বলে যে তারা তাদের জীবনের জন্য ভয় পেয়েছে।

একজন ২১ বছর বয়সী ফক্সকন কর্মীকে নিন যিনি কিছুক্ষণ ধরে গুজব শুনেছিলেন। যতই গল্প আর জল্পনা চলতে থাকল, ততই পরিস্থিতি চরম আকার ধারণ করল। ফক্সকনে তার তাত্ক্ষণিক কর্তারা বলছেন, কারখানায় কোনও কোভিড সংক্রমণ নেই। কোনও “লক্ষণ সংক্রান্ত” সংক্রমণ নেই। এবং এখনও এমন অনেক কর্মীরা আছেন যারা ইতিবাচক পরীক্ষা করেছিল।

সূত্র : বিবিসি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G