তহিদুল ইসলাম (জাবি প্রতিনিধি)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর থেকে শুরু হয়ে জহির রায়হান মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যপক ড. ফারজানা ইসলাম। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘নারী পুরুষের মধ্যে যে ভেদাভেদ সেটি দূর করতে পারলে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠিত হবে।’
এছাড়া নারী দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জহির রায়হান মিলনায়তনে আলোচনা সভা এবং সকাল ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে সকাল ৯টায় বিজনেস স্টাডিজ চত্বরের কদম তলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও জাবি স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।
প্রতিক্ষণ/এডি/এফটি