টি২০ ফাইনালে জিততে ইংল্যান্ডের টার্গেট ১৩৮

প্রথম প্রকাশঃ নভেম্বর ১৩, ২০২২ সময়ঃ ১:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৪ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

টি২০ বিশ্বকাপ ফাইনাল মাঠে গড়ালো। টস জিতে বল হাতে তুলে নিয়েছে ইংল্যান্ড। এবং উইকেটের শত ভাগ সুবিধা নিয়ে পাক শিবিরের টপ অর্ডারকে চেপে ধরতে সফল ইংলিশ বোলারা। ১৫ ওভারে স্কোর ১০৬/৪। ২০ ওভারে ১৩৭/৮। ১৩৮ রানের টার্গেট ইংলিশদের ফাইনালের সীমানা টপকে শিরোপা ঘরে নিতে।

শুরুটাই করেছে বাবর আজম রান আউটের হাত থেকে বেঁচে। শূন্য রাতে থাকা বাবরে রান আউট থেকে বেঁচে দলের রান তোলার মিশণটা চালিয়ে গেলেছেন।

কিন্তু পারেনি রিজওয়ান আর হাসির। বাবর ৩২ রান যোগ করতে পারলেও রিজওয়ান বোল্ড হয়ে গেলে স্যাম কুরানের ইন কাটার ডেলিভারিতে। হারিস রশিদের বলে উইকেটের পেছনে ধরা পড়লেন মাত্র ৮ রান যোগ করে। ৬৮ রানে ২ উইকেটের পতন ১০ ওভারে।

১১.১ ওভারে বাবর সেই রশিদের বলে ফিরতি ক্যাচ দিলে চাপে পড়ে পাকিস্তান। আর ১২.২ ওভারে ফেরত গেলেন শূণ রানে ইফতিখার। ৫ম জুটিতে শান মাসুদ আর শাবাদ খান স্কোর টেনে নিতে চেষ্টা করেন। তবে ২৮ বলে ৩৮ রানের বেশি করতে পারলেন না শান মাসুদ। এরপর ১৯ ওভারে সংগ্রহ দাঁড়া ১৩১/৭, আর শেষ ৬ বলে যোগ হল আরো ৬টি রান আর উইকেটও গেল ১টি, ২০ ওভারে ১৩৭/৮।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G