ঢাকাসহ চার জেলায় আইন–শৃঙ্খলা জোরদারে বিজিবি মোতায়েন

প্রকাশঃ নভেম্বর ১৬, ২০২৫ সময়ঃ ৫:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ চার জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকার বাইরে যেসব জেলায় বিজিবি মোতায়েন রয়েছে সেগুলো হলো—গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর। রায় ঘোষণার আগে থেকেই এসব এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার কথা রয়েছে। এই রায়কে ঘিরে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ দেশব্যাপী শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। সাম্প্রতিক কয়েক দিনে দেশের বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নাশকতার ঘটনা ঘটছে, যা নিরাপত্তা সংস্থাগুলোকে উদ্বিগ্ন করেছে।

এর আগে রায়ের তারিখ ঘোষণার দিন ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জে ঢাকা–খুলনা মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি বিবেচনায় চার জেলায় অতিরিক্ত সতর্কতা হিসেবে বিজিবি মাঠে নামানো হয়েছে বলে জানানো হয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G