তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পূর্ণনির্বাচনের দাবি জেএসডির

প্রকাশঃ ডিসেম্বর ৩০, ২০১৮ সময়ঃ ৭:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪০ অপরাহ্ণ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুর্ণনির্বাচনের দাবি জানিয়েছে জেএসডি। কুমিল্লা-৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এ দাবি জানান।রোববার ভোটগ্রহণ শেষে এক বিবৃতিতে তিনি একথা বলেন।

তিনি বলেন, ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচনের পর আজকের নির্বাচনের নামে ভোট ডাকাতি আবারও প্রমাণ করল দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, নির্বাচনের নামে দেবিদ্বারসহ সারাদেশে ভোট ডাকাতি হয়েছে। দেবিদ্বারের প্রায় সব কেন্দ্রে গত রাতেই ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢুকানো হয়েছে। সকালে আমার এজেন্টদেরকে ঢুকতে দেয়া হয়নি।

বিবৃতিতে বলা হয়, সকাল ৮টায় ভোট শুরুর পর শতকরা ৯৫ ভাগ ভোট ধানের শীষ মার্কায় পড়ছে বুঝতে পেরে ১০টার পর বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যাদের নেতৃত্বে মাস্তান, পুলিশ দিয়ে কেন্দ্র দখল করে যেখানে এজেন্ট ছিল তাদেরকে বের করে দেয়া হয় এবং ব্যালট পেপারে সিল মেরে বাক্স পূর্ণ করা হয়।

গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও প্রতিনিধিত্বশীল সংসদ নিশ্চিত করার জন্য অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচন অনুষ্ঠান করতে হবে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G