দঃ কোরিয়া উপকূলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করেছে, সিউলের পাল্টা জবাব

প্রকাশঃ নভেম্বর ২, ২০২২ সময়ঃ ১০:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক মহড়া নিয়ে পিয়ংইয়ংয়ের সতর্কতা বার্তা দিয়ে আসছিল। এরই মধ্যে ঘটে গেছে আরেক ঘটনা। উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছে আঘাত  করেছে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র বুধবার সকালে ছোড়া অন্তত ১০টির মধ্যে একটি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এবং জাপানি উপকূলরক্ষীরা সনাক্ত করেছে। এটি দক্ষিণ কোরিয়ার উপকূল থেকে ৬০ কিলোমিটার (৩৭ মাইল) কম দূরে আঘাত করেছে। কয়েক ঘণ্টা পর দক্ষিণ কোরিয়া বলেছে, তারা দুই দেশের সামুদ্রিক সীমান্তের উত্তর দিকে তিনটি আকাশ থেকে স্থল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

বিভক্ত উপদ্বীপে উত্তেজনা বেড়ে যায় পিয়ংইয়ং মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার কাছে চলমান বড় আকারের সামরিক মহড়া বন্ধ করার দাবি করার পর। উত্তর কোরিয়া বলেছিল, এই ধরনের “সামরিক মহড়া এবং উস্কানি আর সহ্য করা যাবে না”।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফস অফ স্টাফ (জেসিএস) বলেছেন, উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র উত্তর সীমারেখার ২৬ কিলোমিটার (১৬ মাইল) দক্ষিণে অবতরণ করেছে। যা দুই কোরিয়ার মধ্যে একটি অনানুষ্ঠানিক সামুদ্রিক সীমান্ত হিসাবে কাজ করছে ১৯৫৩ সালে কোরিয়ান যুদ্ধ শেষ হওয়ার পর থেকে। তবে এমন ঘটনা সে যুদ্ধের পর এটাই প্রথমবারের মতো এটি ঘটেছে।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G