শারমিন আকতার:
পরিখায় অশ্বডিম্ব নাকি এ প্লাস ,ফাস্টক্লাস? জি জনাব, আপনিও চাইলে পরীখা খনন করিয়া পরীক্ষায় এ প্লাস পাইতে পারেন! আজকাল পরিখায় দূ:খিত পরীক্ষায় ফাস্টক্লাস পাওয়া এতটাই সহজতরো থেকে সহজতম হইয়াছে যে, আবাল-বৃদ্ধ-বনিতা আর গনীতারা এখন গণকের পদতলে পরিয়া ভাগ্যনির্মাতা হইবার স্বপন দেখিতেছে না!