পরিখায় এ প্লাস, ফাস্টক্লাস পাওয়া!!!

প্রথম প্রকাশঃ অক্টোবর ১০, ২০১৬ সময়ঃ ১০:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৮ অপরাহ্ণ

শারমিন আকতার:

file-4পরিখায় অশ্বডিম্ব নাকি এ প্লাস ,ফাস্টক্লাস? জি জনাব, আপনিও চাইলে পরীখা খনন করিয়া পরীক্ষায় এ প্লাস পাইতে পারেন!  আজকাল পরিখায় দূ:খিত পরীক্ষায় ফাস্টক্লাস পাওয়া এতটাই সহজতরো থেকে সহজতম হইয়াছে যে, আবাল-বৃদ্ধ-বনিতা আর গনীতারা এখন গণকের পদতলে পরিয়া ভাগ্যনির্মাতা হইবার স্বপন দেখিতেছে না!

তাহারা শ্রেষ্ঠ-শিষ্ট-সৃষ্ট জীব পণ্ডিতগণের পদতলে মস্তক অবনত করিয়া দিনের পর দিন কাটাইয়া দিতেছেন। ইহা এমনই এক পরিখা(পরীক্ষা) যাহাতে তাহারা বিশ্বাসী বলিয়া পরিগণিত হইলে ঘরদোড় পরিষ্কার করা হইতে শিখকপত্নী (শিক্ষকপত্নী) গিন্নীমার বাজার-সদাই করিবার অলিখিত অনুমতিপত্র পাইয়া থাকেন। বিনিময়ে সেইসকল ছাড়পত্রকে দিবা স্বপনে উক্ত প্রশ্নমালা গলায় গাঁথিয়া দিয়া বখশীশ প্রদান করিয়া থাকেন!  সরেজমিনে আরও খোঁজ দ্য সার্চ করিয়া জানিতে পারিলাম যে, সেই সকল ঘোরার ডিম খাওয়া বুদ্ধিমন্তসকলের কেউ কেউ আবার আজকাল দেশদরদী-জনদরদী হইয়া কিষিকাজে দায়বদ্ধতার দায় ঘুচাইবার তাড়নায় রত-ব্রত। 

অতএব, বিস্ময় ও অতিব বিনিত মস্তকে ভাইসকল, বোনসকল আর শিক্ষকদিগের কাছে জানিতে চাই, ‘আজকাল পরীক্ষায় “এ প্লাস আর ফাস্টক্লাস” পাওয়া কি গড়ের মাঠের ফুটবল খেলা হয়ে গেল কিনা; পা বাড়ালাম আর গোল সমেত “

এ প্লাস, ফাস্ট ক্লাস” পাইয়া গেলাম !!!??? ঘোর অমঙ্গল জনাব ঘোর অমঙ্গল !!

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G