প্রণয় থেকে বিয়েতে অনুপম

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ৭, ২০১৫ সময়ঃ ১১:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৮ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক:

anupom_roy1

কলাকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী-গীতিকার-সংগীত পরিচালক অনুপম রায় বিয়ে করেছেন। গতকাল ৬ ডিসেম্বর রবিবার তিনি তাঁর দীর্ঘদিনের প্রেমিকা পিয়াকে বিয়ে করেন। পিয়া বর্তমানে ভারতের উত্তর প্রদেশে অবস্থিত শিব নাদার বিশ্ববিদ্যালয়ে পিএচইডি করছেন। অনুপম যখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখনই পিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর সেই পরিচয় বন্ধুত্বে রুপ নেয়। এরপরেই প্রেম। দীর্ঘদিন এই বিষয়গুলো কাউকে জানাননি অনুপম। চলতি বছরেই পিয়ার ছবি নিজ ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছিলেন অনুপম। অনুপম-পিয়ার বিয়ে পারিবারিকভাবেই সম্পন্ন হয়। পরিবারের বাইরের তেমন কোনো সদস্য বিয়েতে ছিলেন না। খুবই সাদামাটা ভাবে এই বিয়ে সম্পন্ন হয়।  অনুপমের স্ত্রী পিয়া নৃবিজ্ঞানে পিএইচডি করছেন গ্রেটার নয়দার শিব নাদার বিশ্ববিদ্যালয়ে।

0955f1205499ae8f7760ebc4a5a41f5c-14

অনুপম রায় প্রাথমিক শিক্ষার ১০ বছর পার করেন কলকাতার সেন্ট পলস ব্রডিং অ্যান্ড ডে স্কুলে। কলেজ জীবন পার করেন বিড়লা ফাউন্ডেশন থেকে। এরপর কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন। দুই বাংলা সমান জনপ্রিয় গায়ক অনুপম রায়। তার অধিকাংশ গানের ক্ষেত্রেই তিনি নিজেই গান লেখেন, সুর করেন এবং গান গান। অটোগ্রাফ চলচিত্রে তার গান ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ভীষণ জনপ্রিয়। এরপরে চলো পাল্টাই সিনেমায় তার ‘বাড়িয়ে দাও তোমার হাত’ সহ বেশ কয়েকটি গান জনপ্রিয়তা পায়। তবে তার জনপ্রিয়তার বৃহঃস্পতি শুরু হয় বাইশে শ্রাবণ চলচিত্রের মাধ্যমে। এ চলচ্চিত্রের প্রত্যেকটি গান সুপারহিট হয়। বিশেষ করে রূপঙ্কর বাগচি ও শ্রেয়া ঘোষালের গাওয়া ‘গভীরে যাও’ বছরের সেরা গান নির্বাচিত হয়। তবে জুড়িদের ভোটে সেরা গান নির্বাচিত হয় অনুপমের গাওয়া ‘একবার বল’। এছাড়া রূপম ইসলামের ‘এই শ্রাবণ’ ও সপ্তর্ষী মুখোপাধ্যায়ের ‘যে কটা দিন’ দারুন জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও অনুপম জানি দেখা হবে, বেডরুম, ল্যাপটপ, চোরাবালি, শূণ্য অংকসহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচিত্রে কাজ করেছেন।

প্রতিক্ষণ/এডি/এস. টি.

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G