বঙ্গবন্ধু ১৪তম জাতীয় আইটিএফ তায়কোয়নদোতে আনসার চ্যাম্পিয়ন

প্রথম প্রকাশঃ জানুয়ারি ৫, ২০২৩ সময়ঃ ১১:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৯ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু ১৪তম জাতীয় আইটিএফ তায়কোয়নদো প্রতিযোগিতা-২০২২” আজ শহীদ সোরোওয়ারদি ইনডোর স্টেডিয়াম মিরপুরে ২য় ও ফাইনাল দিনে ২৪ স্বর্ণের মধ্যে সবই জিতে নিয়েছে বাংলাদেশ আনসার। একচেটিয়ে সব স্বর্ণ  জিতে চ্যাম্পিয়ন হয়েছে আনসারের ছেলে ও মেয়েরা। রাতে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিলেন ফেডারেশনের মহাসচিব, মাস্টার সোলায়মান সিকদার। অনুষ্ঠানে আনসারের শীর্ষ কর্তারাও উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রায় দেড় শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে। সিনিয়র ক্যাটাগরিতে নারী ও পুরুষ দুইটি বিভাগে বিভাগে ৮টি ছেলেদের ও ৮টি মেয়েদের একক ইভেন্ট, প্যাটার্ন ছেলেদের ৪টি, মেয়েদের ২টি, যৌথ প্যাটান মেয়েদের ১টি- ছেলেদের ১টি মোট ২৪ টি স্বর্ণপদক জয়ের এর লড়াই বা প্রতিযোগিতায় গতকাল ৪টি স্বর্ণপদকের সুরাহা হয়। আনসারের মেয়েরা একক  ফাইট ইভেন্ট ৩টি ও মুন্সিগঞ্জ ছেলেদের প্যাটানর্ণ ইভেন্টে ১টি স্বর্ণপদক লাভ করে। কিন্তু আজ ফাইনালে দিনে আনসারের ছেলেদের ৮টি ফাইট ইভেন্টে ও মেয়েদের ফাইট ইভেন্টের সব কয়টি স্বর্ণই জিতে নিয়েছে।

সিনিয়র পুরুষ ব্যক্তিগত স্পিয়ারিং ইভেন্ট এ মোট গোল্ড ৮ টি। সিনিয়র মহিলা ব্যক্তিগত স্পিয়ারিং ইভেন্ট এ মোট গোল্ড ৮ টি। সিনিয়র পুরুষ ব্যক্তিগত প্যাটার্ন ইভেন্ট এ মোট গোল্ড ২ টি। সিনিয়র মহিলা ব্যক্তিগত প্যাটার্ন ইভেন্ট এ মোট গোল্ড ২ টি। সিনিয়র পুরুষ দলগত প্যাটার্ন ইভেন্ট এ সিলভার (রানার আপ)।
উক্ত প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার ও ভিডিপি তায়কোয়নদো দল।

তবে ঢাকা তায়কোয়নদো দল মেডেল জিতলেও স্বর্ণ পায়নি। ঢাকার সিনিয়র পুরুষ ব্যক্তিগত স্পিয়ারিং ইভেন্ট এ মোট সিলভার ১ টি, ব্রোঞ্জ ৩ টি। সিনিয়র মহিলা ব্যক্তিগত স্পিয়ারিং ইভেন্ট এ মোট সিলভার ৩ টি, ব্রোঞ্জ ২ টি। সিনিয়র পুরুষ ব্যক্তিগত প্যাটার্ন ইভেন্ট এ মোট গোল্ড ১টি। সিনিয়র মহিলা ব্যক্তিগত প্যাটার্ন ইভেন্ট এ মোট ব্রোঞ্জ ,১ টি। সিনিয়র পুরুষ দলগত প্যাটার্ন ইভেন্ট এ গোল্ড (চ্যাম্পিয়ন)।

বঙ্গবন্ধু ১৪তম জাতীয় আইটিএফ তায়কোয়নদো প্রতিযোগিতা-২০২২” এ প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ হারুন ও আব্দুল খলিল আর ম্যাট আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বিজয় দাস।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন  বাংলাদেশে তায়কোয়নদোর প্রবর্তক‌ ও বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো এসোসিয়েশনের মহাসচিব, মাস্টার সোলায়মান সিকদার ও এসোসিয়েশনের বিভিন্ন কর্মকর্তাগন।

অংশগ্রহণকারী দল বা জেলা সমূহের নামের তালিকা –

১. বাংলাদেশ আনসার ও ভিডিপি, ২. ঢাকা, ৩. কুমিল্লা, ৪. নরসিংদী, ৫. মুন্সিগঞ্জ, ৬, সিলেট, ৭. চট্টগ্রাম, ৮. শরিয়তপুর, ৯. গাজীপুর, ১০. মানিকগঞ্জ, ১১. নারাযনগঞ্জ, ১২. ফরিদপুর, ১৩. রংপুর, ১৪. মাগুড়া, ১৫. বগুড়া, ১৬. নোয়াখালী, ১৭. সুনামগঞ্জ, ১৮. বি-বাড়িয়া, ১৯. বরিশাল, ২০. লালমনিরগাট।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G