বিখ্যাত ১০ পোট্রেট ফটোগ্রাফার

প্রকাশঃ এপ্রিল ১৫, ২০১৬ সময়ঃ ১:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৯ অপরাহ্ণ

পর্ব -১

ট্রাভেল পোট্রেট ফটোগ্রাফি শুধুই একটি পোট্রেট তৈরি করা নয়। এর অর্থ একটি মুহূর্তকে, একটি অনুভূতিকে ধারণ করা। আর এই কাজের জন্য অবশ্যই ফটোগ্রাফারকে মানুষ ভালোবাসতে হবে, মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে এবং জানতে হবে কীভাবে সঠিক মুহূর্তটিকে ফ্রেমবন্দি করতে হ্য়।

এই প্রতিবেদনে এমন ১০ জন ফটোগ্রাফারের কথা আলোচনা করা হয়েছে যারা মানুষের পোট্রেট করার জন্য বিশ্বজোড়া বিখ্যাত।

file১. স্টিভ ম্যাকারি – স্টিভ ম্যাকারির বিখ্যাত ফটোগ্রাফ “আফগান গার্ল”, যা পাকিস্তানের পেশোয়ার শহরের রিফিউজি ক্যাম্পে তিনি তুলেছিলেন। এই ছবিটিকে ন্যাশনাল জিওগ্রাফিকের সবচেয়ে বেশি পরিচিতি পাওয়া ছবি হিসেবে চিহ্নিত করা হয়। তাঁর তুলনামুলক কম বিখ্যাত ছবিগুলোও কম নান্দনিক নয়।

Top-10-photographers-for-travel-portraits1__700

২. লি জেফরিস – জেফরিসের গৃহহীন মানুষের সাদা ও কালো পোট্রেটগুলো অনন্যসুন্দর। তিনি তাঁর সাবজেক্টের চোখে আশার ঝলক চিত্রায়িত করেন, যা সত্যিই হৃদয় স্পর্শ করে।

Top-10-photographers-for-travel-portraits8__700

৩. জিমি নেলসন – জিমি নেলসন ১৬টিরও অধিক দেশের আদিবাসী ও দেশীয় লোকদের পোট্রেট ফটোগ্রাফির জন্য বিখ্যাত। তাঁর ছবিরা গল্প বলার জন্য বেঁচে থাকবে। নেলসনের বই এখন সংগ্রাহকদের কাছে একটি আরাধ্য বস্তু।

Top-10-photographers-for-travel-portraits1__700

৪. রেহান – রেহান মূলত ভিয়েতনাম, রাজস্থান ও কিউবাতে ছবি তুলে থাকেন। ছবির সাবজেক্টের “আত্না” স্পর্শ করতে পারার জন্য বিখ্যাত এই ফটোগ্রাফার নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে সেরা ফটোগ্রাফারদের একজন।

Borobudur festival takes palce in July in Indonesia and shows all the traditions of the area. Le festival de Borobodur a lieu en juillet en Indonesie et presente les costumes traditionnels de l'ile de Java

৫. এরিক লাফর্জ – এরিক লাফর্জ তাঁর দক্ষিণ কোরিয়ায় তোলা ছবিগুলোর জন্য বিখ্যাত। যাদেরই ছবি তুলেছেন এরিক, তাদের প্রত্যেককে নিয়ে একটি গল্প আছে তাঁর। নামিবিয়ার আদিবাসী থেকে শুরু করে কুর্দিস্থানের ইয়াজিদি; তাঁর গল্পগুলো চমকপ্রদ এবং তাঁর ছবিগুলো সত্যিকারের আবেগ প্রকাশ করে।

Top-10-photographers-for-travel-portraits3__700৬. ম্যানি লিব্রোডো – “ফটোশপ আর্টিস্ট” ম্যানি লিব্রোডোর ছবিগুলো কেবল একেকটি গল্পই বলে না, বরং এরা প্রত্যেকেই একেকটি বিশুদ্ধ শিল্পকর্ম।

 

Top-10-photographers-for-travel-portraits12__700

৭. লিজা ক্রিস্টিন – লিজা ক্রিস্টিন একজন মানবহিতৈষী ফটোগ্রাফার, যিনি শতাধিক দেশের নিজস্ব সংস্কৃতি ক্যামেরায় ধারণ করেছেন। এছাড়া তিনি আমাদের সবার মধ্যে মানুষের মর্যাদা চিত্রায়িত করেন। লিজা তাঁর ফটোগ্রাফের মাধ্যমে আধুনিক যুগের দাসত্ব প্রকাশ করায় ভূমিকা রাখার কারণে বিখ্যাত।

Top-10-photographers-for-travel-portraits2__700৮. ডেভিড লেজার – এই শ্বাসরুদ্ধকর ছবিগুলো তোলা হয়েছে আমাদের বাংলাদেশে এবং ব্রাজিল ও কেনিয়ায়। ডেভিড লেজার সব সময়ই জীবনের অনন্য মুহূর্তগুলোর অনুগামী।

Top-10-photographers-for-travel-portraits17__700


৯. জোয়েল সান্টোস –
তাঁর ছবিগুলোর অর্থপূর্ণ ভঙ্গিই ছবিগুলো সম্পর্কে সব কথা বলে দেয়। জোয়েল সান্টোস তাঁর ছবির সাবজেক্টের অনভূতির যথার্থতা প্রতিপাদন করেন।

Top-10-photographers-for-travel-portraits35__700

১০. ফিল বোর্গেস – বোর্গেসের তিব্বতি রিফিউজিদের ফটোগ্রাফগুলো অসাধারণ এবং তাঁর ছবির মধ্য দিয়ে জীবনের রূঢ়তা প্রকাশ পায়।

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

=========

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G