বৃষ্টিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডটাও পন্ড

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৮, ২০২২ সময়ঃ ৩:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৬ অপরাহ্ণ

২০২২ সালের টি-২০ বিশ্বকাপে বৃষ্টি যেন বন্ধুত্ব করেছে এই আসরের সাথে। বৃষ্টি পিছু ছাড়ছে না টি২০ বিশ্বকাপের। যদিও আসর শুরুর আগে
থেকেই স্বাগতিক দেশের আবহাওয়াবিদরা আগাম বাণী দিয়ে রেখেছিল বৃষ্টি একাধিক ম্যাচ ভাসাবে। সে বাণীর ধারাবাহিতকা রেখেই আজ দিনের প্রথম ম্যাচ আফগানিস্তান-আয়ারল্যান্ডসহ তিনটি  ম্যাচ এরই মধ্যে বাতিল হয়ে গেছে। একটি ম্যাচে ফল নির্ধারণ হয়েছে বৃষ্টি আইনে।

এবার আজকের দিনের দ্বিতীয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটাও পড়েছে বৃষ্টির খপ্পরে পড়েছে। শুক্রবার বিকাল ২ টায় দিনের দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবার কথা ছিল দুই চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের।  বৃষ্টি এ ম্যাচেও প্রভাব বিস্তার করেছে পন্ড করেছে।

মেলবোর্নের আকাশ সকাল থেকেই বৃষ্টির দখলে। টস তো দুরের কথা অফিশিয়ালরা ঘন্টা খানেক পর মাঠ পরিদর্শন করবেন বলে জানিয়ে ছিল আইসিসি।  আর তখন জানা যাবে টস হবে কি হবে না। কিন্তু শেষ অবদি জানা গেল ম্যাচ বাতির। পয়েন্ট ভাগ হয়ে গেল। ৩ ম্যাচ খেলে ১টি জয়, ১টি হার ও ১টি ড্র নিয়ে দুই দলই সমান ৩ পয়েন্ট সংগ্রহ করেছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G