বেলজিয়ামের হার : দেশটির রাজধানীতে আগুন-কাঁদানে গ্যাস

প্রথম প্রকাশঃ নভেম্বর ২৮, ২০২২ সময়ঃ ১:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৩ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের রাজধানীতে জ্বলল আগুন। ব্রাসেলসের রাস্তায় গাড়ি জ্বালিয়ে দেন সমর্থকরা। পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়েন অনেকে। বাধ্য হয়ে কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করে পুলিশ। গ্রেফতারও করা হয়েছে কিছু সমর্থককে ।

রবিবার বেলজিয়াম ০-২ গোলে হেরে যায় মরক্কোর বিরুদ্ধে। দ্য ব্রুইনদের হার মেনে নিতে পারেননি দেশের সমর্থকরা। তাঁরা ব্রাসেলসে দোকানের কাচ ভাঙেন, আগুন জ্বালিয়ে দেন গাড়িতে। পুলিশ জানিয়েছে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কিছু জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ম্যাচ শেষ হওয়ার আগেই বেশ কিছু সমর্থক রাস্তায় নেমে পড়েন। তাঁরা মুখ ঢেকে রেখেছিলেন। সেই সব সমর্থকরা এমন কাণ্ড শুরু করেন, যা সাধারণ মানুষের ক্ষতি করে।

পুলিশের এক শীর্ষ কর্তা বলেন, “রাস্তায় নেমে পড়া সমর্থকদের হাতে রড ছিল। এক সাংবাদিকের মুখের উপর বাজি ফাটানো হয়। পুলিশের উপরও আক্রমণ করা হয়। সেই কারণে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়, যাতে সংঘর্ষ ছড়িয়ে না পড়ে।”

ব্রাসেলসের আকাশে পুলিশের হেলিকপ্টারও উড়তে দেখা যায়। মেয়র ফিলিপ ক্লোজ় বলেন, “যে ঘটনা বিকেল বেলা ঘটেছে আমি তার বিরোধিতা করি। পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে। আমি সমর্থকদের শহরের মাঝে আসতে বারণ করছি। সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থে যা যা করা সম্ভব তা পুলিশ করছে। পুলিশকে আমি বলেছি যারা এই ধরনের কাণ্ড করছে, তাদের গ্রেফতার করতে।”

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G