ব্রাজিলের দাঙ্গা: শীর্ষ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ 

প্রকাশঃ জানুয়ারি ১১, ২০২৩ সময়ঃ ১১:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, যিনি ব্যাপকভাবে লুলা নামে পরিচিত, শপথ নেওয়ার এক সপ্তাহ পর দাঙ্গা শুরু হয়েছিল। দাঙ্গাকারীরা ব্রাসিলিয়ার গুরুত্বপূর্ণ সরকারি ভবনে হামলা চালানোর পর সরকারী ভাবে আইনী পদক্ষেপ নেয়া হয়েছে।

রাজধারীতে সেই দাঙ্গার ঘটনায় ব্রাজিলের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ শীর্ষ সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। ব্রাজিলের এক কর্মকর্তা, সামরিক পুলিশের প্রাক্তন কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে, স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

অ্যাটর্নি জেনারেলের অফিস বলেছে, কর্মকর্তাদের মধ্যে ব্রাসিলিয়ার প্রাক্তন জননিরাপত্তা প্রধান অ্যান্ডারসন টরেস এবং অন্যান্যরা দাঙ্গার জন্য দায়ী, তারা জনতাকে দাঙ্গার দিকে পরিচালিত করেছে।

তবে মিঃ টরেস দাঙ্গায় কোন ভূমিকা অস্বীকার করেছেন।

প্রাক্তন রাষ্ট্রপতি জেইর বলসোনারোর সমর্থকরা কংগ্রেস ও রাষ্ট্রপতির প্রাসাদ এবং সুপ্রিম কোর্টে হামলা চালানোর পর পুলিশ কমান্ডার কর্নেল ফাবিও অগাস্টোকে তার পদ থেকে বরখাস্ত করে।

নাটকীয় দৃশ্যে হাজার হাজার বিক্ষোভকারীকে দেখা গেছে, কেউ কেউ হলুদ ব্রাজিলের ফুটবল শার্ট পরা এবং পতাকা নেড়েছে। পুলিশকে ছাপিয়েছে এবং ব্রাজিলিয়ান রাজ্যের দাঙ্গা সহ লুটপাট করেছে বলে অভিযোগ রয়েছে।

দাঙ্গার পর গ্রেপ্তারকৃত এবং পুলিশ একাডেমিতে আনা প্রায় ১৫ শত মাুনষ। কর্মকর্তারা বলছেন যে প্রায় ৬ শত জনকে অন্যান্য সুবিধায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে তাদের চার্জ করার জন্য পাঁচ দিন সময় রয়েছে।

সূত্র : বিবিসি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G