ভারতীয় ভুয়া এভারেস্ট বিজয়ী পুলিশ দম্পতি বরখাস্ত
ভারতের পুনের এক কনস্টেবল দম্পতি এভারেস্ট জয় নিয়ে ভুয়া ছবি শেয়ার করে চাকরি হারিয়েছেন। দিনেশ রাথোর ও তার্কেশ্বরি রাথোর নামের এই পুলিশ দম্পতি গত বছর মে মাসে এভারেস্ট জয়ের খবর সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
অবশ্য, পরে তদন্ত করে দেখা যায় এগুলো আসল ছবি নয়; সম্পূর্ণ এডিট করা ছবি। এরপর সোমবার তাদের বরখাস্ত করা হয়। খবর এনডিটিভির।
মহারাষ্ট্র পুলিশের এডিশনাল কমিশনার সাহেবরাও পাতিল জানান, ‘এভারেস্ট জয় নিয়ে এই দম্পতি মিথ্যা খবর দিয়েছেন, ছবি জালিয়াতি করে। ভুল তথ্য সরবরাহ করে তারা মহারাষ্ট্র পুলিশের মানহানি করেছেন। এজন্য তদন্ত শেষে তাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে বরখাস্ত করা হয়েছে’।
উল্লেখ্য, গত বছর ৫ জুন ভারতীয় এই দম্পতি দাবি করেছিল, প্রথম ভারতীয় দম্পতি হিসেবে তারা এভারেস্ট জয় করেছেন। কিন্তু স্থানীয় পর্বতারোহীরা জানান, এই দম্পতি চূড়াতে উঠতে পারেননি এবং সর্বোচ্চ চূড়ায় উঠার ভুয়া ছবি শেয়ার করেছেন।
এদিকে একই বছর আগস্ট মাসে নেপাল সরকার এই দম্পতির বিরুদ্ধে ১০ বছরের জন্য নেপালে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন।
উল্লেখ্য, পুনের শিবাজিনগরে এই পুলিশ দম্পতি কর্মরত ছিলেন।
প্রতিক্ষণ/এডি/রাহা













