ভারতের বিপক্ষে জিতলে অঘটন বলা হবে : সাকিব

প্রথম প্রকাশঃ নভেম্বর ১, ২০২২ সময়ঃ ৫:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৫ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি২০-র অধিনায়ক সাকিব আল হাসান আজ বলেই দিলেন, শক্তিশালী ভারতের বিপক্ষে নিজেদের জয় পাওয়াটা ‘আপসেট’। কিন্তু এই আপসেট নিয়ে মাথা না ঘামিয়ে টি-২০ বিশ্বকাপের আসরের সেমির টিকিট পেতে কাল ম্যাচে সাকিবের মিশণ যে কোন মূল্যে জয় পাওয়া।

এই আসরে সেমিতে যেতে হলে বাংলাদেশকে ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তানকে হারাতে হবে। আসরে গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। দু’টি ম্যাচই অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হবে। এই ভেন্যুতেই ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিলো বাংলাদেশ। ঐ ম্যাচ জিতে ইতিহাসে প্রথমবারের মতো কোয়ারর্টার ফাইনাল খেলে টাইগাররা।
টি-২০ বিশ্বকাপে প্রথমবারের মত সেমিতে খেলার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। কিন্তু সমীকরণটা যথেষ্ট কঠিনই বটে। ম্যাচের আগে আনুষ্ঠানিক বক্তব্যে কাপ্তান সাকিব বলেন, ‘ভারত ফেভারিট দল তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট নই, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। আমরা খুব ভালো করেই জানি, ভারতের বিপক্ষে এ ম্যাচ জিতলে এটিকে অঘটন বলা হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো এবং অঘটন ঘটানোর চেষ্টা করবো।’

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে এটি গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও, এ ম্যাচকে অন্যভাবে দেখতে নারাজ সাকিব।
তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমনটা বলেছিলাম, প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা একই মানসিকতা নিয়েই খেলতে চাই। আমরা কোন দেশের বিপক্ষে কোন পরিস্থিতিতে খেলছি এসব নিয়ে ভাবতে চাই না। আমরা শুধুমাত্র মুহূর্তটা উপভোগ করতে চাই। এজন্য আমাদের একই পরিকল্পনা থাকবে।’

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G