ভারতে ২০২৩ ওডিআই বিশ্বকাপ জেতার চ্যালেঞ্জ দিলেন শোয়েব আক্তার

প্রথম প্রকাশঃ নভেম্বর ১৪, ২০২২ সময়ঃ ২:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৫ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

টি-২০ বিশ্বকাপের ফাইনালে হারলেও দলের ক্রিকেটারদের লড়াইয়ে মুগ্ধ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। হতাশ না হয়ে বাবর আজ়মদের মাথা উঁচু করে থাকার বার্তা দিয়েছেন তিনি। সেই সঙ্গে একটি চ্যালেঞ্জও দিয়েছেন আখতার। আগামী বছর ভারতে এক দিনের বিশ্বকাপ জেতার চ্যালেঞ্জ দিয়েছেন তিনি।

পাকিস্তানের হারের পরে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো বার্তায় আখতার বলেছেন, ‘‘মাথা উঁচু করে রাখো। হতাশ হওয়ার কোনও কারণ নেই। তোমরা লড়াই করেছ। সামনের বছর ভারতে বিশ্বকাপ। যদি নায়ক হওয়ার ইচ্ছা থাকে, তা হলে ওয়াংখেড়ে থেকে বিশ্বকাপ জিতে দেশে ফেরো। এটাই তোমাদের চ্যালেঞ্জ।’’ কী ভাবে পাকিস্তান সেই চ্যালেঞ্জ পূর্ণ করতে পারবে তারও একটা উপায় বাতলেছেন তিনি।
বলেছেন, ‘‘শুধু নিজেদের ফিটনেসের দিকে নজর রাখো। কঠোর অনুশীলন করো। ঠিক মতো দল নির্বাচন করো। তা হলেই আমরা ভারতে বিশ্বকাপ জিততে পারব।’’

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G