ভাস্কর্য উল্টে রাবি শিক্ষার্থীদের প্রতিবাদ

প্রথম প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৭ সময়ঃ ৩:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৫ অপরাহ্ণ

শাহিন আলম রোহান, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্যের নিরাপত্তা বেষ্টনী ও গ্যালারী না থাকায় ভাস্কর্য উল্টিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের তৈরি করা কিছু মূর্তি উল্টে রেখে তারা বিভাগের বিভিন্ন বিষয়ে উন্নতির দাবি জানান। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় খোলা হলে বিষয়টি সবার নজরে আসে।

ঘটনার সাথে জড়িত ভাস্কর্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমরান হোসেন অনিক ও ইউসুফ হোসেন স্বাধীন জানান, ‘রাতে আমাদের বিভাগের ৪০-৫০ জন শিক্ষার্থী নিরাপত্তা বেষ্টনী ও ভাস্কর্য রাখার গ্যালারী না থাকায় আমরা মূর্তিগুলো উল্টে দিয়ে প্রতিবাদ জানিয়েছি। এই প্রতিবাদ বিভাগের উন্নতির জন্যই করেছি, অন্য কোন উদ্দেশ্য নেই।’

এ ব্যাপারে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মোস্তফা শরীফ আনোয়ার বলেন, ‘এসব মূর্তি ভেঙে ফেলা হয়নি, বরং কিছু মূর্তি দাঁড়ানো ছিলো সেগুলো শোয়ানো হয়েছে। বিভাগের কিছু বিকৃত মস্তিস্কের শিক্ষার্থী এমন ঘটনা ঘটিয়েছে। আমরা সকালে এই ঘটনা দেখার পরে জরুরী মিটিংয়ে বসেছিলাম। আমরা সেখান থেকে নিশ্চিত হয়েছি বিভাগের ৭-৮ জন শিক্ষার্থী এই কাজের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এ ঘটনায় আমরা সামগ্রিকভাবে নিন্দা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, কোথাও ভাস্কর্য গ্যালারীতে রাখা হয় না। সব সময় বাহিরে রাখা হয়, যা দেখে শিক্ষার্থীরা শিখতে পারে। বিভাগের উন্নতি চাইলেও এভাবে তার প্রতিবাদ হতে পারে না বলে মনে করেন এই শিক্ষক। যারা এটা করেছে তারা বিভাগের উন্নতি চায় তা ঠিক, তারা কাজও প্রচুর করে কিন্তু এভাবে তারা বিভাগের শিক্ষা কার্যক্রমের পরিবেশ নষ্ট করেছে।

এদিকে সরেজমিনে চারুকলা অনুষদে দেখা যায়, প্রায় তিনশতাধিক ভাস্কর্য মাটিতে উল্টো অবস্থায় পড়ে আছে। অনেক ভাস্কর্য আবার উল্টে দেওয়াতে ভেঙ্গে গেছে।

ঘটনাস্থলে উপস্থিত চিত্রকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আল-আমিন প্রধান তারেক বলেন,‘ভাস্কর্য ভেঙ্গে প্রতিবাদ হতে পারে না। আর এটা কোন প্রতিবাদের ভাষা নয়।’

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মলয় কুমার ভৌমিক বলেন, ‘সারাদেশে জঙ্গী তৎপরতা বাড়ছে। আমরা প্রথম ধারণা করেছিলাম এটার সাথে এই ধারণার সংশ্লিষ্টতা থাকতে পারে। কিন্তু শিক্ষর্থীরা এই ভাবে এমন কাজ করতে পারে না।’

এদিকে এ ঘটনায় প্রতিবাদে জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে মিছিলটি দলীয় ট্রেন্ট থেকে শুরু করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রেন্টে এসে শেষ হয় । এ সময় ছাত্রলীগের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G