ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ

প্রকাশঃ নভেম্বর ২১, ২০২৫ সময়ঃ ১০:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১০ অপরাহ্ণ

বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছে! আজ সকাল ১০টা ৩৮ মিনিটে, রিখটার স্কেলে ৫.৭ মাত্রার কম্পনে কেঁপে ওঠে রাজধানীসহ
দেশের বিভিন্ন জেলা।
এদিকে ঢাকায় ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কিছু ভবনে ফাটল ধরেছে এবং সেসময় আতঙ্কে মানুষ রাস্তায় ছুটে আসে।

নরসিংদীতে আরও ২ জন নিহত হয়েছে। আহত অর্ধশতাধিক মানুষ হাসপাতালে জরুরীভাবে ভর্তি হয়েছে।

নারায়ণগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ভূমিকম্পের সময় দেয়াল ধ্বসে দুর্ঘটনাবশত এক নবজাতকের মৃত্যু হয়েছে ।
এছাড়া গার্মেন্টস এলাকায় ভূমিকম্পের সময় আতঙ্কে হুরোহুড়িতে শতাধিক শ্রমিক আহত হয়েছে এবং ৮০জন নারী কর্মী অসুস্থ হয়ে পড়েন।

এদিকে ঢাকার ধামরায়ে একটি চারতলা ভবন হেলে পড়েছে। এ কারণে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিল।

সবাই সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন প্রতিক্ষণের ইউটিউব চ্যানেলে।

প্রতি/ এডি/ শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G