মরণের পরেও থাকব বৃক্ষ হয়ে!

প্রকাশঃ জুন ৭, ২০১৫ সময়ঃ ৮:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৫ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

green_04.jpg

মরণের পরেও আমি তোমার পাশে বেঁচে থাকবো। তুমি যখন রাতের চাঁদপাণে চেয়ে থাকবে তখন স্নিগ্ধ বাতাস হয়ে ছুঁয়ে যাবো  তোমায়……। এরকম আবেগঘন কথা অনেকেই বলেন। কিন্তু এগুলোকে বাস্তবে পরিণত করা কতটুকু সম্ভব?

জীবনের সবচেয়ে কঠিন ও বেদনাদায়ক মুহুর্তগুলোর মধ্যে একটি হচ্ছে প্রিয়জনের দেহ সমাহিত করার সময়। আর তাই সেই মুহূর্তটি যাতে জীবনে না আসে তার জন্য ইটালিতে ক্যাপসুলা মান্ডি প্রকল্প ডিজাইন করলেন অ্যানা সিটেলি ও রাউল ব্রেটজেল।

গাছের প্রতি ভালবাসা থেকেই তাদের মাথায় আসে বায়োডিগ্রেডেবল বারিয়ালের ভাবনা। যেখানে মৃত্যুর পর মানুষ পরিণত হবে সুন্দর গাছে।

এ বিষয়টি এখনো ইটালিতে আইনি সম্মতি না পেলেও ভাবনার অভিনবত্ব ও আবেগে জনপ্রিয়তা পেয়েছেন অ্যানা, রাউল জুটি। প্রিয়জনদের দেহ দুঃখের কবরস্থানের বদলে যদি থাকে মেমোরি ফরেস্টে তবে তার থেকে ভাল কী-ই বা হতে পারে।

মৃত্যুর পর শরীর প্রথমে ভ্রুণের মতো করে এনক্যাপসুলেট করা হয় যাতে সহজেই বারিয়াল পডের ভেতর ঢোকানো যায়। মাটির পাত্রের মতো দেখতে এই বায়োডিগ্রেডেবল কাসকেট। যখন গাছের বীজের মধ্যে এই কাসকেট রাখা হবে বা ছোট কোনও গাছের চারা এর ওপর রাখা হবে তখন নতুন জীবন পাবে আপনার প্রিয়জন।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G