মাগুরায় পাটের বাম্পার ফলন

প্রকাশঃ মে ৩১, ২০১৫ সময়ঃ ৩:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৫ অপরাহ্ণ

কৃষি ডেস্ক

juteদিগন্তজোড়া মাঠের দিকে চোখ পড়লে মনে হবে কেউ যেন সবুজের গালিচা পেতে রেখেছে। বাতাসে দুলছে কচি পাট গাছের ডগা। নয়নাভিরাম এ দৃশ্য দেখা যাবে মাগুরার মাঠে মাঠে।

দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা মাগুরা। খুলনা বিভাগের সবচেয়ে বেশি পাটের আবাদ হয় এই জেলায়। চলতি মৌসুমে জেলার চারটি উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে পাটের আবাদ হয়েছে। দ্রুত বড় হচ্ছে পাট। সোনালী আঁশ খ্যাত পাট নিয়ে স্বপ্ন বুনছেন এলাকার কৃষক।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলার চারটি উপজেলায় এবার ৩২ হাজার ৭৭২ হেক্টরে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবাদ হয়েছে ৩৩ হাজার ৫৯০ হেক্টরে। এর মধ্যে সদরে ৯ হাজার ৭০০ হেক্টর, মহম্মদপুরে ১০ হাজার ৮০০ হেক্টর, শালিখায় ৪ হাজার হেক্টর ও শ্রীপুর উপজেলায় ৯ হাজার ৯০ হেক্টরে পাটের আবাদ হয়েছে।

প্রতি হেক্টরে প্রায় ১৩ বেল ( এক বেল সমান পাঁচ মণ) পাট উৎপাদন হয়। সে হিসেবে জেলায় এবার ৪ লাখ ৩৬ হাজার ৬৭০ বেল পাটের উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

মহম্মোদপুর সদরের পাটচাষি অলতাফ হোসেন জানান, এ এলাকার প্রধান ফসল পাট। বাজারদর যাই থাক না কেন, তাদের পাট আবাদ না করে উপায় নেই। তাই পাটকে ঘিরেই তাদের সব স্বপ্ন।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতীম সাহা বলেন, ‘মাগুরা পাট প্রধান এলাকা। পাটের দামের ওপর কৃষকদের অর্তনৈতিক স্বচ্ছলতা অনেকাংশেই নির্ভরশীল।’

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G