মৌসুমী-সজলের ‘আগুনের আর্তনাদ’

প্রথম প্রকাশঃ এপ্রিল ৩, ২০১৫ সময়ঃ ৮:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০১ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

Mousumi-Sojolঢাকা: ঘটনাচক্রে পেট্রোল বোমা নিক্ষেপকারীদের দলে যোগ দেয় সজল। কিন্তু একদিন চলন্ত গাড়িতে বোমা মারতে গেলে, সেই ছবি পত্রিকায় ছাপা হয়। এমন পরিস্থিতে সজলের পাশে এসে দাঁড়ায় মৌসুমী। বিভীষিকাময় এই পথ ছেড়ে আলোর পথে চলার পরার্মশ দেয় সে।

এমনই এক গল্প নিয়ে জি এম সৈকত নির্মাণ করেছেন ‘আগুনের আর্তনাদ’ শিরোনামে নতুন একটি নাটক। এই নাটকে সজল-মৌসুমী ছাড়া আরও রয়েছেন এস এম মহসীন, চিত্রলেখা গুহ, নাতাশা প্রমুখ।

নাটকটি পরিচালক জি এম সৈকত বলেন, ‘আমি একদিন ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে গিয়েছিলাম। তখন পোড়া মানুষগুলোর আর্তনাদ উপলব্দি করে এই নাটকটি রচনা করি। এখানে চেষ্টা করেছি পোড়া মানুষগুলো ঠিক কতটা কষ্ট করে বাকী জীবনটা কাটাবে তা দেখানোর।’

লাইম লাইট এন্টারটেইনমেন্টোর ব্যানারে নির্মিত ও ইসমত আরা লেমন প্রযোজিত ‘আগুনের আর্তনাদ’ নাটকটি আগামীকাল শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G