যমজ বোন

প্রকাশঃ ডিসেম্বর ৭, ২০১৫ সময়ঃ ৪:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৬ অপরাহ্ণ

জাহিদ বিন মনির

pills-161087_640মহাজ্ঞানী বীরবলের সেই গল্পটা বোধহয় সবারই জানা আছে। যেখানে তিনি প্রমাণ করেছিলেন বাঙালীরা রোগী হওয়ার চেয়ে ডাক্তার হতে বেশি পছন্দ করেন। রোগী একজন হলে ডাক্তার একশজন। প্রিয় পাঠক যারা গল্পটি পড়েননি তাদের জন্য চিন্তার কারণ নেই, প্রতিক্ষণের শিল্প সাহিত্য বিভাগ তো রইলই। সেখান থেকেই না হয় পড়ে নেবেন।

যা হোক, আমরা প্রতিনিয়তই কিছু সাধারণ রোগের সমাধান নিজেরাই করে থাকি। যেসব রোগের জন্য ডাক্তারের শরণাপন্ন হতে চাই না ।

কিন্তু অন্যান্য পণ্যের মতো ঔষধ কিনতে তেমন যাচাই বাছাই করতেও পারি না । দোকানদারের দেয়া যে কোন ঔষধ বা  ডাক্তারের সাজেশনেই সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু তারাই বা ভালো পণ্যটি দেন কোথায়। তারা তো সাধারণত অধিক মুনাফার লোভে কম মানের পণ্যই রাখতে পছন্দ করেন।

জ্বর- এই অসুখটি হয়নি এমন মানুষ পৃথিবীতে নেই। আমরা সাধারণত এই অসুখে ডাক্তারের কাছে যাওয়ার পক্ষপাতি নই। নিজেরাই সারাতে চাই, নিজেদের মাতব্বারিতে। কিন্তু ঔষধ বলে কথা, ভুল হলে যে মরণ। তাই আসুন জেনেনি জ্বর বিদ্যা ।

জ্বর কি এটা নিয়ে বলতে হবে না, সবাই কম বেশি জানেন। আমরা সাধারণত প্যারাসিটামল (এসিটামিনোফেন) জ্বরের জন্য খেয়ে থাকি। বুঝতে অসুবিধা হচ্ছে । খোলাসা করি। জ্বরের জন্য বাজারে প্রচলিত ঔষধ গুলোর মূল উপাদান হলো প্যারাসিটামল। সব ধরনের জ্বরের ঔষধের গায়ে ব্রান্ড নেমের নিচেই প্যারাসিটামল লেখা থাকে। যেমন – এইস প্লাস, প্যারাসিটামল ৫০০ এমজি ইত্যিাদি ।

তো আসুন জেনে নিই জ্বরের জন্য বাজারে  কি কি ঔষধ সচারাচর পাওয়া যায়, আর যে ঔষধগুলো কিনা একে অপরের যমজ বোন-

Brand Name Company Brand Name Company Brand Name Company Brand Name Company
Ace Square Paradote Reneta Reset Incepta Xcel ACI
Fast Acme Parapyrol GSK Tamen SK+F Xpa Aristro
Napa Bexcimco Pol Globe Tracet Opsonin Zerin Jayson
Pac IBN Sina Revona Opsonin Tramp General

 

প্রিয় পাঠক উপরোক্ত ব্রান্ডগুলোর সবই জ্বর নিবারক বা বেদনানাশক। তবে এর মান একঅর্থে কোম্পানির সুনামের উপর নির্ভর করে। আমাদের দ্বারা তো আর ল্যাবে পরীক্ষা করা সম্ভব না । তাই এই মানদন্ডই গ্রহণ করতে হয়।

আর হ্যাঁ, প্রতিক্ষণের সাথেই থাকুন এবং সারাক্ষণ সচেতন থাকুন।

 

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G