যুদ্ধ শেষ হওয়ার আগেই সিংহাসন হারাবেন পুতিন- ইউক্রেন

প্রকাশঃ অক্টোবর ৩১, ২০২২ সময়ঃ ১২:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

হুঙ্কার আর হামলার হুমকি, সবই না-কি ফাঁকা বুুলি! এমনটাই দাবী করেছে ইউক্রেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার আগেই নাকি ক্ষমতা হারাবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের তরফে এমনই দাবি করা হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা সংক্রান্ত গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল বুদানভ জানিয়েছেন, পুতিনকে গদিচ্যুত করার জন্য রাশিয়ার প্রশাসনিক মহলে নাকি কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছে।

রবিবার মধ্যরাতে একটি ব্রিটিশ সংবাদমাধ্যম বুদানভকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে। প্রসঙ্গত, বুদানভের এই বক্তব্য যখন প্রকাশ্যে আসছে, সে সময় যুদ্ধ বিপর্যস্ত খেরসন প্রদেশ পুনর্দখল করার জন্য পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনের সেনা। ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার পর এই খেরসন প্রদেশের উপর একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল রাশিয়ার সেনাবাহিনী। কিন্তু এখন নাকি সেখান থেকে পেছনের দিকে থাকাতে বাধ্য হচ্ছে রাশিয়ান সৈনরা।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির দাবি মোতাবেক, বুদানভ বলেছেন, “এটা খুব অদ্ভুত ব্যাপার যে পুতিন এখনও ক্ষমতায় রয়েছেন। কিন্তু এখনই রাশিয়ায় এই নিয়ে চর্চা শুরু হয়েছে। পুতিনের উত্তরসূরি কে হতে চলেছেন।” বুদানভ এ-ও জানিয়েছেন যে, নভেম্বরের শেষেই খেরসন প্রদেশে পুরোপুরি নিজেদের দখলে আনতে পারবে বলে আশাবাদী ইউক্রেন। ২০১৪ সাল থেকে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াকেও তারপর উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করছে জেলেনস্কি-প্রশাসন।

যুদ্ধ পর্যবেক্ষকদের একাংশের মতে, গত সেপ্টেম্বর মাসের পর থেকে রাশিয়া বিভিন্ন অধিকৃত অঞ্চল থেকে ক্রমশ পিছু হঠতে শুরু করছে। কিছু দিন আগেই পুতিন পরমাণু যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছেন। নিজের ক্ষমতা জাহির করতেই পুতিন এই মরিয়া চেষ্টা চালাচ্ছেন বলে মনে করছেন পর্যবেক্ষকদের ওই অংশটি। এর আগে বহুবার গুজব রটেছে যে, শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন পুতিন। কিন্তু গুজবকে উড়িয়েই স্বমূর্তিতে ফিরেছেন প্রেসিডেন্ট পুতিন। নতুন বছরের আগে বা নতুন বছরের শুরুতে এই যুদ্ধের ফলে বিশ্ব রাজনীতি কোন পথে হাটে সেটাই এখন দেখার বিষয়।

সূত্র : বিবিসি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G