রাজধানীতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ বাড়াচ্ছে বৃষ্টিবলয় ‘প্রবাহ’

প্রকাশঃ অক্টোবর ১, ২০২৫ সময়ঃ ১২:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ছবি: টাইমস অব বাংলাদেশ

মৌসুমি বৃষ্টিবলয় ‘প্রবাহ’-এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। এতে ঢাকার বহু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবীরা।

মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি বুধবার ভোর পর্যন্ত অব্যাহত থাকায় নিউমার্কেট, পল্টন, রামপুরা, মালিবাগ, কাকরাইল, মিরপুরের কাজীপাড়া, কালশী ও মতিঝিলসহ একাধিক সড়কে পানি জমে যায়। এতে কিছু এলাকায় সকাল থেকেই যানজট তৈরি হয়। অনেক সিএনজি অটোরিকশার ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে পড়ে, ফলে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, প্রবাহ মঙ্গলবার রাতে দেশে প্রবেশ করেছে এবং আগামী ৫ অক্টোবর পর্যন্ত প্রায় ৮০ শতাংশ এলাকায় সক্রিয় থাকতে পারে। এটি চলতি বছরের ১৩তম বৃষ্টিবলয়। সর্বাধিক প্রভাব পড়বে ২ থেকে ৪ অক্টোবরের মধ্যে।

রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে প্রবাহের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। ঢাকায় এর সক্রিয়তা উচ্চমাত্রার হলেও সিলেট ও চট্টগ্রামে তা মাঝারি থাকবে। ৬ অক্টোবর রংপুর হয়ে এটি দেশ ত্যাগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃষ্টির কারণে রংপুর ও রাজশাহী অঞ্চলের নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। পাশাপাশি পাহাড়ি এলাকায় যেমন কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা আছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ সময় সাগর উত্তাল থাকতে পারে এবং নিম্নচাপ সৃষ্টি হলে উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই সমুদ্রে যাওয়া ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করা হয়েছে।

বজ্রপাতের আশঙ্কাও রয়ে গেছে—শুরুতে তা তীব্র হতে পারে, পরে মাঝারি মাত্রায় কমে আসবে। এছাড়া টানা বৃষ্টির কারণে দেশের ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় সেচের চাহিদা পূরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G