তিউনিসিয়ার কাছে ইজ্জত গেল ফ্রান্সের

প্রথম প্রকাশঃ নভেম্বর ৩০, ২০২২ সময়ঃ ১১:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৬ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপে অঘটনের পর অঘটন চলেছেই। ডি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ১-০ গোলে হেরে যেতে যেতে শেষ সময়ের গোলে ড্র করে ইজ্জত বাঁচাতে পারল না। ড্র করে তিউনিসিয়ার আফসোস নিয়ে বিশ্বকাপ শেষ করার আক্ষেপটা থাকল না। জয়, তাও আবার ফ্রান্সের বিপক্ষে, অঘটন তো একেই বলে।

এই ম্যাচে জয় পেলেও তিউনিয়ার ১৬-তে যাবার কোন সুযোগ ছিল না। শুধু ড্র হলেও ফ্রান্সের কোন সমস্যা ছিল না। সেটাই তারা করতে ব্যর্থ হয়েছে। কারণ টানা ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আগেই ১৬-তে জায়গা করে রেখেছিল ফ্রান্স।

ম্যাচের প্রথমার্ধে গোল শূণ্য থেকে যায় ফিফার ৪ নম্বরে থাকা ফ্রান্স। দ্বিতীয়ার্ধে ৩০তম দল তিউনিসিয়ানরা লিড নিয়ে নিল। ৫৮ মিনিটে ওয়াবি কারিজের বল ফ্রান্সের জাল খুঁজে নেয় (১-০)।

দ্বিতীয়ার্ধের বাকী সময়টা ফ্রান্সকে আটকে রাখে তিউনিসিয়ানরা, শেষ রক্ষ হলো না ফ্রান্স-র। মূহু মূহু আক্রমণে মাথা খারাপের জোগাড় তিউনিসিয়ানদের। ৯০ মিনিট পার করে অতিরিক্ত ৮ মিনিটের শেষ দিকে কঠিন আক্রমণে ফ্রান্সের ৭ নম্বর জার্সিধারি এ্যান্টোনির জোড়ালো কিক রক্ষণভাগ আর গোলরক্ষকের ফাঁক দিয়ে সোজা জালে,  অফ সাইডে গোল বাতিল হলে (১-০) হেরে যায় ফ্রান্স।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G