শৈত্যপ্রবাহে কয়েক জেলায় তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে

প্রকাশঃ জানুয়ারি ৫, ২০২৬ সময়ঃ ১০:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৭ অপরাহ্ণ

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও শীতের প্রকোপ বাড়তে যাচ্ছে। শৈত্যপ্রবাহের প্রভাবে মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া ও জলবায়ু বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যার পর থেকেই দেশের আটটি বিভাগের বহু জেলা মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে যেতে পারে। ফলে মঙ্গলবার সকাল পর্যন্ত অনেক এলাকায় সূর্যের দেখা নাও মিলতে পারে।

বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় দুপুরের আগে কুয়াশা কাটার সম্ভাবনা কম। তবে খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় সকাল ১০টার পর সূর্যের আলো দেখা যেতে পারে।

শৈত্যপ্রবাহের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হতে পারে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কয়েকটি জেলায়। ভোরের দিকে রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলে তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারি মাসজুড়েই দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পরিস্থিতি আরও কঠোর হলে কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আবহাওয়াবিদরা বলছেন, সোমবার রাত থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং মাসের মধ্যে এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহের ঝুঁকি রয়েছে।

প্রতি /এডি শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G