সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল : ৮ গোলের উৎসব বাংলাদেশ শিবিরে

প্রথম প্রকাশঃ নভেম্বর ১, ২০২২ সময়ঃ ৯:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৪ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফেভারিট,  এ নিয়ে দ্বিমতের সুযোগ আপাতত নেই। ২০২২ সালটি বাংলাদেশের অল্প বয়সী মেয়েদের ফুটবল দলটি এবার তাদের সামনে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নেমেছে। সে কারণে তাদের শুরুটাও হয়েছে স্বাগতিকদের বিরুদ্ধে দুর্দান্ত।

উদ্বোধনী ম্যাচে গোলাম রব্বানী ছোটনের দল ভুটানকে গোলবন্যায় ভাসিয়েছে। সুরভি আকন্দের হ্যাটট্রিকে বাংলাদেশ ৮-০ গোলে ভুটানকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে। আজ মঙ্গলবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের গ্যালারিতে হাজার দুয়েক দর্শক এসেছিলেন লাল-সবুজ দলের খেলা দেখতে। দলকে অনুপ্রেরণায় বাংলাদেশের খেলোয়াড়রা শুরু থেকে আগ্রাসী ভূমিকায়। প্রথমার্ধেই তিন গোল আদায় করে ম্যাচ নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা।

রাউন্ড রবিন পর্বে দ্বিতীয় ম্যাচে ৫ নভেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G