সাফ জয়ী নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রী সংবর্ধণা দেবে ৯ নভেম্বর

প্রথম প্রকাশঃ নভেম্বর ৪, ২০২২ সময়ঃ ১২:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশের নারী ফুটবল দল ইতিহাস রচনা করে প্রথম বার সাফ ফুটবলের শিরোপা জয় করে দেশে ফিরেছে। এটা তো এখন ইতিহাস। নেপাল থেকে দেশে ফেরার পর বিমান বন্দর থেকে ফুটবল ফেডারেশন আসতে খোলা বাসের ছাদে করে পুরো ঢাকা বাসীকে জানান দিয়েই এসেছে। সে দিন পুরো দেশ আনন্দ করেছে।

কিন্তু সে সময় দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থান করায় দলকে সংবর্ধণা দেয়া সম্ভব হয়নি। তবে বাফুফে সে সময় ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী দেশে ফিরে নারী ফুটবল দলকে সংবর্ধণা দেবে। প্রধানমন্ত্রীও সে সময় বিদেশ থেকেই দলকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন। বলেছিলেন তিনি দেশে ফিরে সংবর্ধণা দেবেন।

সে অনুযায়ী এবার নারী ফুটবলকে সংবর্ধণার ঘোষণা এসেছে প্রধানমন্ত্রীর কাছ থেকে। আগামী ৯ নভেম্বর ২৩ সদস্যের সাফ শিরোপা জয়ী নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রী সংবর্ধণা দেবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী সাফ জয়ী দলের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন এবং প্রত্যেককেই আর্থিক ভাবে পুরস্কার দেয়া হবে বলে জানা গেছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G