সেনেগালও শেষ ১৬-তে যোগ দিল

প্রথম প্রকাশঃ নভেম্বর ২৯, ২০২২ সময়ঃ ১১:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০০ অপরাহ্ণ

বড় দল হিসেবে মাঠে নেমেছিল সেনেগাল। তারা তাদের যোগ্যতার পরিচয় দিয়েই ইকুয়েডরকে হারিয়ে (২-১) শেষ ১৬-তে যোগ দিয়েছে। সেনেগারের ফুটবলে ইতিহাসে দ্বিতীয় বার বিশ্ব ফুটবল আসরে দ্বিতীয় পর্বে খেলার টিকিট পেয়েছে। শেষ ২০০২ সালে দ্বিতীয় পর্বে খেলেছিল সেনেগাল।

আজ রাত ৯টায় একযোগ দুই ভেন্যুতে শুরু হওয়া দ্বিতীয় ম্যাচে নামার আগে ইকুয়েডর আগের ২ ম্যাচে ১ ড্র হার ১ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‍তৃতীয় ম্যাচে যদি না হেরে যেত তাহলে একটা সুযোগ থাকত। কমপক্ষে ড্র হলেও ইকুয়েডরের দ্বিতীয় পর্বে যাবার সুযোগ ছিল।

কারণ ২ ম্যাচ ১টি হার আর ১টি জয় তুলে ৩ পয়েন্ট থাকা সেনেগালের জয়ের কোন বিকল্প ছিল না। তাই তারা খেলেছে জয়ের মিশণে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এ গ্রুপে দ্বিতীয় দল। আর প্রথম দল নেদারল্যান্ডস ৩ ম্যাচে ২ জয় বার ১ ড্র-তে ৭ পয়েন্ট।

তবে ম্যাচে ২-১ ব্যবধানে পেছনে থেকে ইকুয়েডর শেষ দিকে ভয়াবহ ভাবে গোল পরিশোধের জন্য চেপে ধরে সেনেগালকে। সেনোগরের ডিফেন্স-র প্রায় সকলেই নিচে নেমে আসে গোল বার রক্ষা করতে। কর্না থেকে ফ্রি কিক,সবই আদায় করেছে ইকুয়েডর। সেনেগোলের খেলোয়াড়রা বার বার আঘাত প্রাপ্ত হয়েও গোল হজম করেনি। জয় নিয়ে শেষ ১৬-তে নাম লিখিয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G