হার মেনে নিয়ে কোচ তিতে দায়িত্ব ছাড়লেন

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১০, ২০২২ সময়ঃ ২:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৮ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

পেনাল্টি কিকে ৪-২ ব্যবধানে কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে  হারের পর আজকের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়ান কোচ দালিচ সম্মেলন করে যাওয়ার পরেও দেখা নেই ব্রাজিলিয়ান কোচ তিতের।

ক্রোয়েশিয়ার সম্মেলন হওয়ার মিনিট পনেরো পর কোচিং স্টাফ সহ দলবদলেই এলেন নেইমারদের গুরু। সম্মেলনের ছোট কক্ষে মাঝের চেয়ারে বসা তিতের চেহারা দেখেই ভেতরেরটা বোঝা যাচ্ছিল

সবচেয়ে বেশি বারের চ্যাম্পিয়ন দলের কোচ। ছয় বছর ধরে দায়িত্বে। দুই বিশ্বকাপে নেইমারদের ডাগ আউটে ছিলেন। দুই বারই শেষ আট থেকে বিদায়। বিশ্বকাপের মঞ্চ খেলোয়াড়দের যেমন আনন্দ-বেদনার, কোচদের চাকরি যাওয়া এবং ছাড়ারও মঞ্চ। দুই ব্যর্থতার পর পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্ন হয়েছিল তিতেকে।

ব্রাজিলের এবারের দলটি বেশ ভারসাম্যপূর্ণ ছিল। সেই দল শক্তিসামর্থ্যে অনেকটাই পিছিয়ে থাকা ক্রোয়েশিয়ার বিপক্ষে হারল। এই হারের জন্য ব্রাজিলিয়ান কোচ কাউকে ভিলেন বানাতে চান না, ‘কেউ এককভাবে ভিলেন নয়, সবাই দায়ী। কোচ হিসেবে আমারও দায় আছে, আমারও একক দায়, সকলই দায়ী।’

দায় নেয়ার পাশাপাশি হারকে মেনে নিয়েছেন তিনি, ‘দিন শেষে আপনাকে ফলাফলকে সম্মান করতেই হবে। এর কোনো বিকল্প নেই।’

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G