হায়! এ-কি করল পাকিস্তান, ১ রানে হার

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৭, ২০২২ সময়ঃ ৯:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ অপরাহ্ণ

টি২০ বিশ্বকাপে নামিবিয়া লঙ্কাকে হারিয়ে অঘটনের শুরুটা করেছিল। এরপর প্রথম পর্বে আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়ে বিমানের দরজা দেখিয়ে ছিল। এবার সুপার-১২ এ পকিস্তানকে আজ ভঙ্গুর শক্তির জিম্বাবুয়ে ১ রানে হারিয়ে নতুন অঘটনের জন্ম দিল।

টস জিতে আগেই ব্যাট হাতে তুলে নেয় জিম্বাবুয়ে। কারণ জিম্বাবুয়ে জানে অস্ট্রেলিয়ান উইকেটে টস একটি বড় বিষয়। সে হিসেবটা পাকিস্তান হাড়ে হাড়ে টের পেয়েছে ১৩১ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে। পাক শিবিরের তোপের মুখে জিম্বাবুয়ে ২০ ওভারে ৮ উইকেটে জমা করে ১৩০ রান। জিম্বাবুয়ের সবচেয়ে বড় ভরসা সিকান্দর রাজা ৯ রানেই আউট হলেও উইলিয়ামসন ৩১ রানে জিম্বাবুয়ে ১৩০ রানে পা দেয়।

কিন্তু সেটা যে জিম্বাবুয়ের বোলিং তোপে পাক শিবির কেঁপে উঠবে তা বোধ করি পা শিবিরের ঘোর শক্রও কল্পনা করেনি। ১৯ ওভারে পাকিস্তানের নামের পাশে ১২০ রান ৬ উইকেট! শেষ ৬ বলে
১১ রান দরকার পাক শিবিরের। হাতে ছিল ৪টি অক্ষত উইকেট। তারপরও পারেনি পাকিস্তান! এটা হজম করতে কষ্ট হওয়া স্বাভাবিক।

শেষ ৬ বলে ১১ থেকে ৪ বলে ৪ রান, ৩ বলে ৪ রান দরকার। কিন্তু শেষ ৩ বলের মধ্যে পাকিস্তান হারিয়েছে আরো ২টি উইকেট! শেষ এক বলে ৩ প্রয়োজন হয় জয় পেতে। পাকিস্তান ২০ ওভারে জমা করে ১২৯ রান ৮ উইকেট। মাত্র ১ রানে হারের জ্বালা নিয়ে পাক দল হোটেলে ফিরেছে। আগের ম্যাচে ভারতের বিপক্ষেও জেতা ম্যাচ হেরেছে, আজ হেরে ২ ম্যাচে কোন পয়েন্ট পাক শিবিরের নামের পাশে জমা হয়নি। চূড়ান্ত ভাবেই ব্যাকফুটে পাক শিবির।

উল্লেখ, ৩০ অক্টোবর এই জিম্বাবুয়ের বিপক্ষেই খেলতে নামবে বাংলাদেশ ব্রিসবনের উইকেটে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G