২২৭ অলআউট, সমালোচনা করলেন সিডন্স

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ২২, ২০২২ সময়ঃ ৬:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৩ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটিং উইকেটে কেন ২২৭ রানে অলআউট, কেনই বা সেট হয়ে আউট হবে? এমন অনেক প্রশ্নের জবাব দিতে হবে, তাই আজ দলের সংবাদ সম্মেলনে এলেন না কোন বাংলাদেশী ক্রিকেটার। পাঠানো হলো দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সকে।

কেন সেট হয়ে আউট? শুরুতেই এ প্রশ্নের মুখে পড়েন সিডন্স। জবাবে সাংবাদিকদের বলেনন, “এটা খুবই হতাশাজনক। আপনি যখন শুরু করবেন তখন আপনাকে একটি বড় স্কোর নিশ্চিত করতে হবে। এটা একটু  চট্টগ্রামের  মত ছিল, তিন বা চার জন ২০ রান পেয়ে. অন্যান্য ছেলেরা ১৫ এবং ১৬ পাচ্ছে, এবং শুধুমাত্র একজন ব্যাটার আমাদের জন্য কাজ করছে। এতে করে আমরা ম্যাচ জেতার স্কোর পাচ্ছি না। বল ঘুরছিল কিন্তু পেস বোলাররা খুব একটা সাহায্য পাচ্ছিনা। কিন্তু পরও উমেশের পাঁচ উইকেট পাওয়া খুবই হতাশাজনক ছিল ‘

৮৪ রান করা মুমিনুরকে কেন চট্টগ্রামে খেলানো হয়নি? জবাবে কোচ বলেন, “এটা নির্বাচকদের সিদ্ধান্ত, কিন্তু বাংলাদেশ এ-এর হয়ে চার ইনিংসে মুমিনুল ১০ রানের বেশি করেননি। আমরা তাকে বিশ্রাম দিয়েছিলাম। চট্টগ্রামে আমাদের কয়েকটি বিষয়ে কাজ করতে হয়েছিল। আমরা তাকে ব্যর্থতাগুলি ভুলে যাওয়ার জন্য কিছুটা সময় দিয়েছিলাম আবার খেলার জন্য প্রস্তুত হতে। আজ সে দুর্দান্ত খেলেছে।”

ব্যর্থতার মধ্যে থাকা সাকিব নিয়ে সিডন্স বলেন, “এটা হতাশাজনক, কারণ সিনিয়র খেলোয়াড়রা মানসিক ভুল করছেন। সাকিব ক্রিজে থাকলে কিছু বাজে বোলিং পেতে পারতেন। এটা তার সিদ্ধান্ত ছিল। খেলোয়াড়দের সেই ভুলগুলো দেখে আমার জন্য হতাশ।

৮৪ করা মুমিনুল প্রসঙ্গে বলেন, “আমি মনে করি তিনি খারাপ বল খোঁজার চেয়ে খেলার প্রতি তার আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল।  আমরা তাকে সপ্তাহজুড়ে মুক্ত ভাবে কাজ করতে দিয়েছি। আমরা তাকে তার ব্যাটিংয়ে একটু মজা করতে দিয়েছি।’

তবে লিটনের নরম ডিসমিসাল মেনে নিতে পারলেন না কোচ। বলেন,“আমার মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে সে যা করেছে, সংক্ষিপ্ত ফরম্যাট থেকে টেষ্টে ফিরে আসা কঠিন। তিনি একদিনের ম্যাচ খেলেছেন, এবং এখন তিনি টেস্ট খেলছেন তখন লিটনকে বল আটকাতে হচ্ছে।  দুই ইনিংসেই তাকে সুন্দর লাগছিল। দ্রুত স্কোর করে,  তার বড় স্কোর পাওয়া উচিত।’

কাল টেষ্টের দ্বিতীয় দিন নিয়ে সিডন্স বলেন, “আমাদের ৩০০ রান পাওয়া উচিত ছিল। আমরা শেষ পর্যন্ত ১৪ রানে ৫ উইকেট হারিয়েছি। সেই পাঁচ উইকেটে সম্ভবত ৪০-৫০ রান হতে পারত। বিশেষ করে যখন এর মধ্যে তিনজন ব্যাটার ছিল। আমরা ৭০ সমান পিছিয়ে. আগামীকাল আমাদের বোলিং এবং ফিল্ডিং সত্যিই ভালো করতে হবে। আশা করি আমরা দিনের শেষ পর্যন্ত ম্যাচেই থাকব।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G