৩৯ জন আলবেনিয়ান শিশু অভিবাসী নিখোঁজ

প্রকাশঃ ডিসেম্বর ৪, ২০২২ সময়ঃ ১২:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

এই বছর কেন্ট কাউন্টি কাউন্সিল দায়িত্ব নেয়া আলবেনিয়া থেকে আসা সঙ্গী-হীন শিশু অভিবাসীদের প্রায় ২০ ভাগ নিখোঁজ হয়েছে, বিবিসি এ তথ্য খুঁজে পেয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ৩১ অক্টোবর পর্যন্ত ১৯৭ আলবেনিয়ান শিশুকে নিয়ে গেছে, যাদের মধ্যে ৩৯ জন নিখোঁজ হয়েছে।

ইকপ্যাট (ইউকে) যা শিশুদের শোষণ থেকে রক্ষা করার জন্য প্রচারণা চালায়, তারা বলেছে, পরিসংখ্যানগুলি খুবই উদ্বেগজনক। কাউন্সিল বলেছে, তারা অরক্ষিত শিশুদের সুরক্ষার জন্য হোম অফিস এবং পুলিশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।

তথ্যের স্বাধীনতার অনুরোধের মাধ্যমে বিবিসি এই পরিসংখ্যান প্রাপ্ত হয়ছে বলে জানিয়েছে। কাউন্সিল বলেছে, হোম অফিসের কেন্ট ইনটেক ইউনিটে প্রক্রিয়াকৃত ১৯৭ আলবেনিয়ান শিশু ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবরের মধ্যে তার যত্নে ছিল।

এতে আরও বলা হয়, ৭ নভেম্বর পর্যন্ত ৩৯ জন নিখোঁজ হিসেবে রেকর্ড করা হয়েছে। এই শিশুদের মধ্যে কিছু ১৮ বছর বয়সী হবে বলে জানানো হয়েছে। বিবিসি সমন্বিত সরকারি পরিসংখ্যান দেখায় যে ২০২১ সালে আসা ২৮.৪৬১ এর তুলনায় এই বছর এ পর্যন্ত ৪৪,১২২ জন ছোট নৌকায় পাড়ি দিয়েছেন।

সূত্র : বিবিসি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G