আকাশ দেখি না ২৮ দিন!

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৬ সময়ঃ ১:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

মিসবাহআকাশ দেখি না ২৮ দিন। হাসপাতালের কেবিনের এই চটাধরা ছাদ ই এখন আমার আকাশ। সেখানেই খুঁজি আদম সুরত-শুকতারা। তারার সাথে গল্প করি। ভাব করি।

হাসপাতালের বিছানায় শুয়ে আহত সাংবাদিক হাসান মিসবাহ এমন মর্মস্পর্শী কথাই লিখেছেন তার দেয়া ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে।

ফেসবুক পাতায় মিসবাহ আরও লিখেছেন, আমাকে দেখতে আসার নেমন্তন করি। তবে আমার এ আকাশে সকাল হয় না, নামে না সন্ধ্যে। টিউব লাইটের আলোয় যেন সব একাকার।

আকাশে জোছনার বান। আলোয় ভেসে যাচ্ছে চার দিক। হালকা কুয়াশায় তৈরি হয়েছে অন্যরকম মোহাবেশ। খুব বেরসিক মনও পুলকিত হবে সহজেই। মনের চোখে চাঁদ দেখেহাসান মিসবাহ পুলকিত আমিও।

স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, বিথী কেবিনে নেই বেশ কিছুক্ষণ।
এক সময় এলো। বলল, চাঁদ দেখবে? মাথা ঝাকিয়ে বললাম, হুম।
সে আমাকে মোবাইল ফোনে তোলা চাঁদের বেশ কিছু ছবি দেখালো। বলল, চাঁদটা দারুন না! কেমন লাগলো?
তৃপ্তির হাঁসি হেঁসে বললাম, দারুন…
সে হাঁসির আড়ালে যে সমাজে জারি থাকা ‘সড়ক সন্ত্রাস’ এর প্রতি তীব্র ঘৃণা আছে, তা বিথী খেয়াল করলো না।
জীবনে আর কোনো দিন এভাবে চাঁদ দেখতে চাই না……..

মিসবাহ’র ফেসবুক পাতা থেকে হুবহু এই লাইনগুলো নেয়া হয়েছে।

প্রসঙ্গত, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্বাস্থ সেবা বিষয়ক প্রতিবেদক হাসান মিসবাহ। সম্প্রতি তিনি একুশে টেলিভিশন ছেড়ে এই চ্যানেলে যোগদান করেন। গত ৩০ ডিসেম্বর কর্মস্থলে যাবার সময় সড়ক দুর্ঘটনায় ডান পা পুরো থেতলে যাওয়ায় বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

 

 

প্রতিক্ষণ/ এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

November 2025
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
20G