ইরান রাশিয়ার কাছে ড্রোন বিক্রি করছে, তবে  ইউক্রেন যুদ্ধের ‘এক মাস আগে’

প্রকাশঃ নভেম্বর ৬, ২০২২ সময়ঃ ১২:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

তেহরান বলেছে ইউক্রেন যুদ্ধে রাশিয়া তার মনুষ্যবিহীন বিমান ব্যবহার করেছে বলে প্রমাণিত হলে তারা অস্বীকার করে না’। কারণ ইরান প্রথমবারের মতো নিশ্চিত করেছে তারা রাশিয়ার কাছে ড্রোন বিক্রি করেছে। তবে বলেছে এটি ইউক্রেনে যুদ্ধ শুরুর আগের মাস বিক্রি করা হয়েছিল।

শনিবার তেহরানে একটি ইভেন্টের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময়, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাইয়ান পশ্চিমা কর্মকর্তাদের দাবিকে সমর্থন করে বলেন ইরানি ড্রোন মস্কোকে তার আক্রমণের জন্য সরবরাহ করা হয়েছিল।

“মিসাইল অংশ সম্পর্কে তাদের মন্তব্য সম্পূর্ণ ভুল, এবং ড্রোন অংশ সঠিক। আমরা কয়েক মাস এবং ইউক্রেনে যুদ্ধের আগে রাশিয়াকে সীমিত সংখ্যক ড্রোন দিয়েছিলাম, “আমিরাবদুল্লাহিয়ান জানিয়েছেন। ইরানের কর্মকর্তারা এর আগে বহুবার বলেছিলেন, তেহরানের রাশিয়ার সাথে “প্রতিরক্ষা” সহযোগিতা ছিল। কিন্তু “ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করার উদ্দেশ্যে” ক্রেমলিনকে অস্ত্র সরবরাহ করেনি ইরান।

আমিরাবদুল্লাহিয়ান শনিবার পুনর্ব্যক্ত করেছেন, ইরান যুদ্ধে উভয় পক্ষের সমর্থক নয় এবং ইউক্রেনের সাথে কথা বলতে প্রস্তুত। বলেন, “আমরা ইউক্রেনের কর্মকর্তাদের উপর জোর দিয়েছি যে, যদি রাশিয়ার দ্বারা ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের উচিত আমাদের কাছে তা উপস্থাপন করা।”

শনিবার ইউক্রেন মস্কোকে সমর্থন করার জন্য ইরানকে “পরিণাম” সম্পর্কে সতর্ক করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো ফেসবুকে লিখেছেন, “তেহরানের উপলব্ধি করা উচিত ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ানদের আগ্রাসনের যে অপরাধ, তার চেয়েও বড় অপরাধ রাশিয়াকে সমর্থন করা।”

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

November 2025
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
20G