সত্য বলতে এত ভয় পাও!

প্রকাশঃ আগস্ট ১৯, ২০১৫ সময়ঃ ১১:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

সত্যপ্রবীরকে নিয়ে গ্রেফতারের পর অনেকেই বিভিন্ন স্ট্যাটস দিয়েছেন। এবার ফেসবুকে প্রবীর গ্রেফতার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এ্যামেনেস্টির বাংলাদেশের আন্তর্জাতিক সদস্য আব্দুল্লাহ নুহু । তিনি স্ট্যাটাসে তার এক জার্মান বন্ধুর সাথের কথোপকথন তুলে ধরেন। স্ট্যাটাসটি হুবুহু তুলে দেয়া হল।
জার্মানীতে আমার এক বন্ধু আছে। ১৯৯৫ সাল থেকে সে বন্ধু আমার।
ওর নাম ইয়েন। আজ কথা প্রসঙ্গে সে জানতে চাইলো, “শুনলাম, তোমাদের দেশে এক সাংবাদিক নিজের নিরাপত্তা চাইতে থানায় গিয়ে নিজেই আটক হয়েছেন! সত্যি নাকি?”
আমি বললাম, “দ্যাখো, এর জবাব আমি তোমাকে দিতে পারি না। এতে আমার দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে!”
ইয়েন বললো, “সেকি! তোমরা সত্য বলতে এত ভয় পাও!”
আমি “না, মানে…”
ইয়েন “বন্ধু, তুমি তো আগে এরকম ছিলে না! আগে কি সুন্দর মন খুলে কথা বলতে!”
আমি, “বন্ধু, আমি এসব ব্যাপারে তোমাকে কিছুই বলতে পারবো না!”
ইয়েন “তুমি যে আচরণ করছো তাতে যেন আমাদের এতদিনের বন্ধুত্বকে একরকম তুচ্ছ করছো! তোমার এমন আচরণ বড় অদ্ভুত লাগছে! আমি অপমানিত হচ্ছি!”
আমি “বন্ধু, আমি নিরুপায়”
ইয়েন, “বুঝতে পারছি না!”
আমি, “বুঝবে না, তুমি বাংলাদেশে থাকলে বুঝতে!”
ইয়েন, “বন্ধু, আসলে আমি সবই বুঝি, তবুও অপমানিত হচ্ছি! আসলে ব্যাপারটা আমার কাছে খুব অস্বাভাবিক তো! আমি তোমাদের দেশের বর্তমান অবস্থা সম্পর্কে জানি, ভাবতেও অবাক লাগে, মহাবিশ্বে পৃথিবী নামক গ্রহে একটি দেশ আছে যেখানে হত্যা, ধর্ষণ ইত্যাদির চেয়ে মারাত্মক অপরাধ হলো কথা বলা! একেবারে জামিনঅযোগ্য অপরাধ!!! একটা স্বাধীন দেশের মানুষ তোমরা! তারপরও… মেনে নিতে সত্যিই কষ্ট হয়! তুমি ভালো থেকো বন্ধু, সাবধানে থেকো।”
আমি, “মন খারাপ করো না বন্ধু, অনুকুল সময় আসুক, আবার মন খুলে কথা বলবো তোমার সঙ্গে…”

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
20G