অবসর-জীবন সু-স্বাস্থ্যের পরিপন্থি

প্রকাশঃ মে ৩, ২০১৫ সময়ঃ ২:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

LeisureLifeঅবসর জীবন যাপন মানুষের শারিরীক এবং মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্বক ক্ষতিকর প্রভাব ফেলে। সম্প্রতি যুক্তরাজ্যের গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘ইন্সটিটিউট অব ইকোনোমিক অ্যাফেয়ার্স’ (আইইএ)এর প্রকাশিত নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে।

গবেষণার এ ফলের ভিত্তিতে আইইএ’র পরামর্শ হচ্ছে, স্বাস্থ্যের কারণে তো বটেই সেইসঙ্গে অর্থনৈতিক কারণেও মানুষের দীর্ঘদিন কাজ করে যাওয়া উচিত। দাতব্য প্রতিষ্ঠান ‘এজ এন্ডেভর ফেলোশিপ’ এর সঙ্গে সম্মিলিতভাবে প্রকাশ করা হয়েছে এ গবেষণার ফল। খবর বিবিসি,র।

প্রতিবেদনটিতে গবেষণার বরাত দিয়ে বলা হয়, একজন মানুষ অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্বাস্থ্যহানি না ঘটলেও দিন যতই যেতে থাকে ততই তার স্বাস্থ্যহানি ঘটতে থাকে। এ সময় বিশেষত, বিষন্নতায় ভোগার আশঙ্কা ৪০ শতাংশ বাড়ে এবং শারিরীক অন্যান্য সমস্যায় ভোগার ঝুঁকি বাড়ে ৬০ শতাংশ।নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই এ ঝুঁকি সমান।

আইইএ’র পরিচালক ফিলিপ বুথ বলেন, “দীর্ঘদিন কাজ করলে তা কেবল মানুষের অর্থের প্রয়োজনই মেটায় না বরং তা স্বাস্থ্যসম্মত জীবনযাপনেও সহায়ক হয়।”

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G