আজ কেমন যাবে : ১৩ মার্চ

প্রকাশঃ মার্চ ১৩, ২০১৬ সময়ঃ ৮:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi

আজ রবিবার, ১৩ মার্চ ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): কারো দোষারোপে নিজেকে অপরাধী ভাবার কারণ নেই। হিনমন্যতা আপনাকে আরও ভুলের পথে নিয়ে যাবে। আজকের দিনে নতুন কিছুর সঙ্গে পরিচয় ঘটবে। অর্থ উপার্যনেরও নতুন পথ পেয়ে যেতে পারেন। জমি ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। আপনার গ্রহ আজ পেরেশান হতে পারে অপরের প্রভাবে। বিনিয়োগে সাময়িক বিশ্রাম অনিবার্য। প্রেমের বাঁশি ফুঁকছে আজি অচেনা কোনো সুরে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): বৃষ রাশির জাতক-জাতিকার জন্য দিনটি বেশ শুভ। তবে প্যারার শেষ থাকবে না নাছোড়বান্দা বন্ধুটির সঙ্গে দেখা হয়ে গেলে। কোনো হিতাকাঙ্ক্ষীর ফোন বা মেসেজে মৃদু সুখ খুঁজে পাবেন। সফলতার হাত ধরে অফিসে আজ পদোন্নতির খবর পেতে পারেন। প্রিয় মানুষটিকে মনের কথা বলার আজই উপযুক্ত দিন। শিক্ষার্থীদের মধ্যে ভর্তি সংক্রান্ত জটিলতা রয়ে যাবে।

মিথুন (২২ মে – ২১ জুন): বিদেশে যারা যেতে চাইছেন তাদের জন্য আজকের দিনটি শুভ। পাসপোর্ট ভিসা সংক্রান্ত সব জটিলতা হঠাৎ করেই দূর হয়ে যাবে। অহেতুক কারো সঙ্গে তর্কে জড়াবেন না। বিশেষ করে যে বিষয়টি সম্পর্কে আপনি নিজেই স্পষ্ট নন। পরিবারে আপনার গুরুত্ব বাড়বে আজ। সম্পর্কজনিত কোনো টানাপোড়েনে আপনার দেয়া সিদ্ধান্তে ভালো ফল হবে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): রাস্তায় চলাচলে যথেষ্ট সাবধান হতে হবে। প্রয়োজনের অতিরিক্ত কথা না বলে কাজের দিকে মনোযোগ দিলে ভালো করবেন। বিকেল নাগাদ ব্যবসায়ে বিদেশি কোনো পরামর্শক আসতে পারে, এক্ষেত্রে বিনিয়োগ শুভ। ডাক্তারদের রোজগার শুভ, তবে কারো ক্ষেত্রে রোগীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমে আশা ভঙ্গ হলেও অর্থপ্রাপ্তি আছে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): শান্ত পরিপাটি গোছানো একটা সময় যাবে আজ। আপনাকে হাসিখুশি রাখতে সবাই মরিয়া হয়ে থাকবে। বারবার একই কথা বলতে বলতে যারা বিরক্ত হয়ে গেছে তারা আজ আপনাকে প্রহারও করতে পারে। সাবধানে থাকবেন রাস্তাঘাটে, নির্জন এলাকা একটু এড়িয়ে চলুন। সংসারের কারো বিপদ আসন্ন। তবে এ বিপদ মধুর বিপদ!

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): তাড়াহুড়ো করে আর কথা বলবেন না, দ্রুত কথা বলতে গিয়ে ভুলভাল বলছেন। এমন আচরণ আপনার ব্যক্তিত্বকে নষ্ট করে দিচ্ছে। সাহায্যের প্রয়োজন হতে পারে কারো। কেউ এসে আপনাকে আজ উদ্ধার করবে, কী থেকে উদ্ধার করবে তা এখুনি বলছি না। গ্রহের অবস্থানের জন্য হাতে আজ বেশকিছু অর্থ আসবে। সে অর্থ সঠিক কাজে দ্রুত ব্যয় করে ফেলুন নইলে ভুল কাজে নেমে যাবে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): যা হওয়ার নয় তা নিয়ে ভাবছেন বেশ কিছুদিন ধরে। আপনার ভাবনায় অসম্ভব হয়ে যাচ্ছে সম্ভব। অথচ এই ভাবনাই মূল বিষয় না। আপনাকে আরও জানতে হবে। জ্ঞান যতটুকু আছে তা ধার করা, নিজের তৈরি কিছু তত্ত্ব ছাড়ুন। বন্ধুদের সঙ্গে মনোমালিন্যের আজই শেষ দিন। রাজনৈতিকভাবে সমস্যায় পড়তে যাচ্ছেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): কোনো কাজ একবারে না হলে দ্বিতীয়বারের চেষ্টায়ও কোনো লাভ হবে না: ধরে নিতে পারেন। যারা আপনাকে পিছিয়ে রাখতে চাইছে তাদের উদ্দেশ্য আজ সিদ্ধ হবে। খুব তুচ্ছ কিছুর জন্যে চূড়ান্তভাবে অপমানিত হতে পারেন। কবিতা আপনাকে কাছে টানতে পারে। দিনের শেষ হবে নিদারুণ কোনো সংঘর্ষে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): কৃত্রিম কিছু আচরণ আপনাকে দারুণ সম্মানিত করবে। এ সম্মান পাওয়ার অভ্যাস হয়ে দাঁড়াবে আপনার জীবনের একটা ব্যাড প্র্যাকটিস। এর কারণেই একদিন চূড়ান্ত অপমান আপনাকে আগাগোড়া মুড়ে দিতে পারে নিশ্চুপ নীরবতায়। অগ্রজদের কথা যথেষ্ট যুক্তিযুক্ত কারণ ছাড়া অমান্য করবেন না। অবশ্য যদি জীবন নিয়ে নিরীক্ষা করার মানসিকতা থাকে, তো অমান্য করে দেখতে পারেন।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আজ কাঙ্ক্ষিত উন্মাদনায় থৈ থৈ করবে মন। বিপজ্জনক কোনো চ্যালেঞ্জের পেছনে দৌড়াতে চাইবে মন। অপরের মূল্যবান কোনো সম্পদ আজ আপনার হস্তগত হওয়ার সম্ভবনা আছে। বিপত্তি বাধাতে পারে দেশের রাজনৈতিক পরিস্থিতি আর পারিবারিক দায়বদ্ধতা। প্রেম শুভ নয়। অর্থ আসবে বানের মতো, কিন্তু তা হবে মস্ত ক্ষতির কারণ।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): অর্থ বিনিয়োগের আজই সুবিধাজনক দিন। আজকেই মাঠে নেমে পড়ুন। প্রতিদিন কী করছেন তার একটা সংক্ষিপ্ত নোট সঙ্গে রাখুন এতে নিজের দুর্বলতাগুলো খুঁজে পাবেন, আর খুঁজে পেলেই তো তা আগলে রাখার একটা ইচ্ছা তৈরি হবে। অপরকে আপনার দুর্বলতার কথা জানিয়ে দেয়ার চেয়ে দুর্বলতার শক্তি সম্বন্ধে ধারণা দেয়া জরুরি। ভ্রমণের জন্য তৈরি হয়ে যান।
 
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): কারও বিপরীতে জিঘাংসা চরিতার্থ করার ব্যাপারে সাবধান! বড় ধরনের ঝামেলায় ফেঁসে যাওয়ার ঝুঁকি না নিয়ে আইনের সহায়তা নিতে পারেন। যদিও বোকার স্বর্গে বাস করছেন যদি মনে করে থাকেন- আইন আপনাকে সহায়তা করবে, তা সে পৃথিবীর কী আকাশের। দ্বিতীয়বার ভাবার আগেই ঝাঁপ দিন। অর্থযোগ আছে, তবে প্রাণবিয়োগের আশঙ্কা তা বিনাশ করেছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G