আজ থেকে নিউজ ২৪’র যাত্রা

প্রকাশঃ জুলাই ২৮, ২০১৬ সময়ঃ ৬:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

file (3)সকল আধুনিক প্রযুক্তির সমাহার, নবীন-প্রবীণ কর্মীদের মেলবন্ধন, সমন্বয় আর দক্ষতা, প্রতিটি কনটেন্টে গণমানুষের কথা তুলে ধরা প্রত্যয়। কয়েক মাসের প্রস্তুতির পালাও শেষ। এখন শুধু দেশের সেরা ও প্রধান স্যাটেলাইট নিউজ চ্যানেল হয়ে ওঠার লক্ষ্য নিয়ে সামনের পথ পাড়ি দেয়া।

আর আনুষ্ঠানিকভাবে সেই পথ পাড়ি দিতে পথ চলা শুরু হলো নতুন বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪ এর।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ‌আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরা’র (আইসিসি,বি) গুলনকশা হলে এ আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হয়। গ্লোবের ওপর হাত রেখে এর ব্যতিক্রমী ডিজিটাল উদ্বোধন সম্পন্ন হয় ঠিক বিকেল ৫টা ১ মিনিটে।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও নিউজ২৪’র সিইও নঈম নিজামের সঙ্গে এই উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বঙ্গবীর কাদের সিদ্দিকী, সংসদ সদস্য শামীম ওসমান।

উপস্থিত রয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের সম্পাদক জামিলুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় ছাড়াও বিভিন্ন গণমাধ্যম, ব্যবসায় প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা।

======

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G