নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মালিবাগের আমেরিকা-বাংলাদেশ বিশ্ববিদ্যালয় (এবিইউ) থেকে বিপুল পরিমাণ নকল সার্টিফিকেট উদ্ধার করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভুয়া সার্টিফিকেট বানিয়ে ব্যবসা করার অভিযোগে এ সময় এবিইউ এর দুই কর্মকর্তাকে আটক করেছে র্যাব সদস্যরা।
বুধবার রাতে রাজধানীর মালিবাগের ডিআইটি রোড এলাকায় বিশ্ববিদ্যালয়টিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন এক্সিকিউটিভ মাকসুদা আক্তার (২৮) ও অতিরিক্ত রেজিস্ট্রার শাকিলা সুহাগান জেরিন (২৬)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন তাৎক্ষণিকভাবে তাদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে ভুয়া সনদপত্রসহ অন্যান্য কাগজপত্র জব্দ করে র্যাব-৩।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, এটি একটি ভুয়া বিশ্ববিদ্যালয়। তারা দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে ভুয়া সার্টিফিকেট বিক্রি করে আসছে।
প্রতিক্ষণ/এডি/এফটি