এরশাদের অনুপস্থিতিতে জাপার চেয়ারম্যান ছোট ভাই জি এম কাদের

প্রকাশঃ জানুয়ারি ২, ২০১৯ সময়ঃ ৮:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪০ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অনুপস্থিতিতে তার ছোট ভাই দলের কো-চেয়ারম্যান জি এম কাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে গতকাল মঙ্গলবার এরশাদ স্বাক্ষরিত এক নির্দেশনায় জি এম কাদেরকে এ দায়িত্ব দেয়া হয়। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে ঐ নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় এরশাদ বলেন, আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, আমার অবর্তমানে পার্টির বর্তমান কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আশা করি, পার্টির জাতীয় কাউন্সিল আমার মতো তাকেও চেয়ারম্যান নির্বাচিত করে সার্বিক দায়িত্ব অর্পণ করবে। পার্টির চেয়ারম্যান হিসেবে আমি যতদিন দায়িত্ব পালন করব জি এম কাদের আমাকে সহযোগিতা করবেন।

এর আগে গত ৩ ডিসেম্বর পার্টির মহাসচিব পদ থেকে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য ও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে দায়িত্ব দেন এরশাদ।

এরপর গত ৮ ডিসেম্বর এরশাদের পরেই দলের সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের পদ মর্যাদা দেয়া হয়। ঐদিন এরশাদ স্বাক্ষরিত সাংগঠনিক নির্দেশ সংবলিত চিঠিতে বলা হয়, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদারকে পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী নিয়োগ করা হলো। তিনি পার্টি চেয়ারম্যানের অনুপস্থিতিতে চেয়ারম্যানের সার্বিক সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। তার পদমর্যাদা হবে- পার্টির চেয়ারম্যানের পরে দ্বিতীয় স্থানে। তবে জি এম কাদেরকে এ দায়িত্ব দেয়ার পর রুহুল আমিন হাওলাদারের অবস্থান কী হবে- তা অবশ্য ঐ নির্দেশনায় বলা হয়নি।

প্রতিক্ষণ/এডি/অতুল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G