কবি রাজীব মীরের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ১:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৭ পূর্বাহ্ণ

রবিউল ইসলাম,প্রতিক্ষণ ডটকম।

sirকবি রাজীব মীরের ‘শুধু তোমার জন্য লিখি’ কাব্যগ্রন্থে মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (পহেলা ফাল্গুন) বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার, আর সি মজুমদার মিলনায়তনে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ড. রনজিৎ কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি কবি আসাদ চৌধুরি, কবি সোহরাব হাসান, কবি নাসির আহমেদ, কবি তপন বাগচী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য আফসার আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক অভি চৌধুরী, চ্যানেল আইয়ের হেড অব পোগ্রাম আদিত্য সাহিন, এটিএন নিউজের সহযোগী হেড অব নিউজ প্রভাষ আমিন, বাংলানিউজ২৪ডট কমের হেড অব নিউজ মাহমুদ মেনন প্রমুখ কাব্যগ্রন্থটির ওপর আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন ।

প্রকাশনা উৎসবের আয়োজন করে অনন্যা প্রকাশনী।

উল্লেখ্য: একুশে বই মেলায় সাড়া জাগানো কবি রাজীব মীরের কবিতা সংকলন ‘শুধু তোমার জন্য লিখি’ বইটি অনন্যা স্টলে পাওয়া যাচ্ছে।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G