কি আছে মেসির কপালে

প্রকাশঃ অক্টোবর ১১, ২০১৫ সময়ঃ ৪:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Messi

লিওনেল মেসি। বার্সেলোনার প্রাণভোমরা। কিন্তু কর ফাঁকির মামলায় কারাদণ্ডে দণ্ডিত হওয়ার সমূহ ঝুঁকি মাথায় নিয়ে ঘুরছেন। তবে শনিবার সরকারি আইনজীবি মার্কোস মাসের (যিনি এক সময় বার্সেলোনার ডিসিপ্লিনারি কমিশনে ছিলেন) সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কা আলোচনা করে। সেই আলোচনায় উঠে আসে মেসির কারাদণ্ড থেকে মুক্তি পাওয়ার বিষয়টি। মার্কোস মাসও মনে করেন মেসির মামলাটি জরিমানার মধ্য দিয়ে শেষ হওয়া উচিত। তবে মেসির আইনজীবীদের বাড়াবাড়ির কারণে বিষয়টি কঠিন হচ্ছে।

স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কায় মেসির আইনজীবীর সাক্ষাৎকার তুলে ধরা হলো।

প্রশ্ন : মেসির কী জেলে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে?

মার্কোস মাস : তেমনটি হওয়া উচিত নয়।

প্রশ্ন : কর কর্তৃপক্ষের মনোভাব ও পাবলিক প্রসিকিউশন অফিসের মধ্যে পার্থক্য কেন?

মার্কোস মাস : কারণ, তারা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কাজ করে।

প্রশ্ন : পাবলিক প্রসিকিউশন অফিস কী বিচারের দিন তাদের মত পরিবর্তন করতে পারে?

মার্কোস মাস : না, সেটা অসম্ভব।

প্রশ্ন : বিষয়টা মেসির জন্য কী খুব দেরি হয়ে গেছে?

মার্কোস মাস : আসলে বিচারের দিনও একটি চুক্তি কিংবা মীমাংসায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

প্রশ্ন : কখন বিচারকার্য শুরু হবে এবং মেসির পরিস্থিতি কী?

মার্কোস মাস : সেটা এখন বলা অসম্ভব।

প্রশ্ন : সেটা কী মেসির চ্যাম্পিয়নস লিগে খেলার কোনো দিনের সঙ্গে সাংঘর্ষিক হবে?

মার্কোস মাস : তেমনটি যদি হয় এবং যথোপোযুক্ত কারণ থাকে তাহলে শুনানির দিন তারিখ পেছানো হবে।

প্রশ্ন : এই মামলায় কর কর্তৃপক্ষ আসলে কী চায়?

মার্কোস মাস : তারা আসলে কাউকে কারাগারে পাঠাতে চাচ্ছে না। অথবা কর দেওয়ার ক্ষেত্রে কোনো দৃষ্টান্তও সৃষ্টি করতে চাচ্ছে না। তারা যদি বিশ্বাস করে যে এখানে একটি ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে, তাহলে তারা সেটার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিবেই।

প্রশ্ন : স্টেট লিগ্যাল সার্ভিস কী কোনো মীমাংসায় যেতে রাজি?

মার্কোস মাস : অবশ্যই। তবে সেটা প্রাসঙ্গিক অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে।

প্রশ্ন : এই মামলাটার আদর্শ সমাপ্তি কী দেখছেন?

মার্কোস মাস : কর কর্তৃপক্ষের জন্য সবচেয়ে ভালো হবে ফাঁকি দেওয়া অর্থ এবং তার সঙ্গে জরিমানা আদায় করে রাজস্ব কোষাগারে জমা দেওয়া। আসলে সংবাদ মাধ্যমগুলোর উপস্থিতিতে কঠিন বিচারিক প্রক্রীয়ায় বিচারকার্য অনুষ্ঠিত হবে। তবে খেলোয়াড়ের সর্বোত্তম স্বার্থটি হয়তো দেখা হবে।

প্রশ্ন : মেসিকে কারাগারে না পাঠিয়ে মামলাটা এতোদূর এগোচ্ছে কেন?

মার্কোস মাস : আসলে এখনো এ বিষয়ে কোনো চুক্তি কিংবা মীমাংসা আসেনি। আইনজীবিরা মেসির পক্ষে সাফাই গেয়ে বলছেন মেসি কখনোই এগুলোর সঙ্গে জড়িত ছিল না। তারা বিষয়টি জোর দিয়ে বলছেন। আর সে কারণে কোনো চুক্তিতে যাওয়ার বিষয়টি প্রশ্নাতীত হয়ে উঠছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G