কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

প্রথম প্রকাশঃ মে ৯, ২০১৬ সময়ঃ ১:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৩ অপরাহ্ণ

কুষ্টিয়া প্রতিনিধি:

file (4)শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখার ইচ্ছা থেকেই কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে  বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।

সোমবার সকালে এ সিদ্ধান্তের বিষয়টি জানান ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার।

গত ৪ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের অপসারণ দাবিতে পৃথক দুটি শিক্ষক সংগঠন মানববন্ধন করার চেষ্টার সময় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে সহকারী রেজিস্ট্রার মোর্শেদুল আলমসহ সাতজন আহত হন। এ সময় ভাঙচুর চালানো হয় প্রশাসনিক ভবনের কয়েকটি কক্ষে। 

এ ঘটনার তদন্তের স্বার্থে দুই সহকারী রেজিস্ট্রারকে সাময়িক বরখাস্ত করা হয়।

====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G