গানের পাশাপাশি মানুষের সেবা করবো:তৌসিফ

প্রকাশঃ মার্চ ১২, ২০১৫ সময়ঃ ১:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

arif2011_1313563862_1-2011-08-16-17-39-48-073002700-5বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ। এখন পর্যন্ত উপহার দিয়েছেন অনেক শ্রোতাপ্রিয় গান। বর্তমানে কাজ করছেন বেশকয়েকটি অ্যালবামে। পাশাপাশি কাজ করছেন প্লেব্যাকেও।

সম্প্রতি সাক্ষাতকারের এ বিভাগের মুখমুখি হয়েছিলেন তৌসিফ। কথা বলেছেন নানান বিষয়ে। তার কিছু অংশ পাঠকদের জন্য তুলে ধরা হল।

**: শুরুতেই বাংলাদেশের জয় নিয়ে কিছু বলুন। বাংলাদেশ তো কোয়ার্টার ফাইনালে…

তৌসিফ: (কথা শেষ করতে না দিয়েই) এই আনন্দ ভাষায় প্রকাশ করে বোঝানোর না। আমি বিশ্বকাপের আগেই বলেছিলাম বাংলাদেশ এবার কোয়ার্টার ফাইনালে খেলবে। অনেকেই আমার কথা তখন গুরুত্ব দেয়নি। আজ আমার কথা সত্য হয়েছে। একজন বাংলাদেশি হিসেবে অনেক গর্ববোধ করছি।

**: কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। ভারত বাঁধা পার হওয়া কি সম্ভব?

তৌসিফ: এর আগেও আমাদের ভারতকে হারানোর অভিজ্ঞতা আছে। ২০০৭ সালে বিশকাপেও আমরা তাদের হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছিলাম। সুতরাং ভয়ের কিছুই নেই। বাংলাদেশ যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তবে কোয়ার্টার ফাইনালে ভারতকে বধ করা সম্ভব।

**: এবার আপনার গানের প্রসঙ্গে আসি। ভালোবাসা দিবসে বাজারে এসেছে আপনার একটি ডুয়েট অ্যালবাম। কেমন সাড়া পাচ্ছেন?

তৌসিফ: এখন পর্যন্ত ভালো সাড়া পাচ্ছি। অ্যালবামের বিভিন্ন গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নদী এবং স্বরলিপি। তারা দুজনই খুব ভালো গান করে। খুব শিগগিরি কয়েকটি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হবে।

**: এবার আপনার ক্যারিয়ারের শুরুর গল্প শুনতে চাই…

তৌসিফ: এইচ এস সি পরীক্ষার পর আমি ঢাকায় আসি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে। ঢাকায় এসে পরিচয় হয় টফি রেনারের সঙ্গে। তার কাছ থেকে আমি কম্পোজিশন শিখি। তখন আমি একটি গান করি যার শিরোনাম ছিল ‘বৃষ্টি ঝরে যায়’। গানটি এফ এম রেডিওতে আনরিলিজ ট্রাক হিসেবে বাজতে থাকে। কিছুদিনের মধ্যেই গানটি অনেক জনপ্রিয়তা পায়। এরপর থেকেই সিরিয়াস ভাবে গানের ভুবনে কাজ করতে থাকি।tousif

**: আপনি তো ডাক্তারি পড়েছেন। ডাক্তারি পড়ার পাশাপাশি গান চালিয়ে যাওয়া কতটা কঠিন ছিল?

তৌসিফ: একটুতো কঠিন ছিলই। তবে আমি মানিয়ে নিতে পেরেছিলাম। পড়াশুনা এবং গান দুটিকেই আমি সমান গুরুত্ব দিয়েছিলাম যার জন্য খুব একটা কষ্ট হয়নি।

**: এখন তো আপনি পুরপুরিই গানে ডুবে আছেন। ডাক্তারিকে কি পেশা হিসেবে নেওয়ার কোন চিন্তা ভাবনা নেই তাহলে?

তৌসিফ: না, আছে। খুব শিগগিরি আমি একটি চেম্বার খুলবো। গানের পাশাপাশি এখন থেকে নিয়মিত মানুষের সেবাও করবো।

**: আপনার সংসার জীবন কেমন চলছে?

তৌসিফ: সৃষ্টিকর্তার ইচ্ছায় খুব ভালো কাটছে সংসার জীবন।

**: আপনার তো অনেক মেয়ে ভক্ত। এটা নিয়ে কি আপনার স্ত্রীর ভেতর কোনো হিংসা কাজ করে না?

তৌসিফ: (হাসতে হাসতে) একটা সময় ও এটা মেনে নিতে পারত না। বিশেষ করে বিয়ের আগে। তবে এখন মেনে নিয়েছে।

**: বিয়ের আগে মানে? আপনারা কি তবে প্রেম করে বিয়ে করেছেন?
তৌসিফ: হ্যাঁ। আমাদের পরিচয় ২০০৫ সাল থেকে। ছয় বছর প্রেম করে ২০১১ সালে আমরা বিয়ে করি।

**: আপনার প্রথম দিকের অ্যালবামগুলোর শিরোনাম ‘অ’ আদ্যক্ষরে শুরু হত। এখন আবার কিছু অ্যালবাম ‘আ’ আদ্যক্ষরে দেখা যায়। এটার কারণ কি?

তৌসিফ: আসলে আমার প্রথম অ্যালবামের নাম ছিল ‘অভিপ্রায়’। এটার সফলতার জন্য আমি আমার পরবর্তী অ্যালবামগুলোর নাম ‘অ’ আদ্যক্ষরে শুরু করেছি। তখন আমি একটি অডিও কোম্পানির সঙ্গে কাজ করতাম। এখন অন্য একটি অডিও কোম্পানির সঙ্গে কাজ করায় ‘অ’ পরিবর্তন করে ‘আ’ দিয়ে শুরু করছি।

**: বর্তমানে কি কি কাজ করছেন?

তৌসিফ: পহেলা বৈশাখের জন্য একটি মিক্সড অ্যালবাম তৈরি করছি। বর্তমান ব্যস্ততা এই অ্যালবাম নিয়েই।

**: আপনার নতুন অ্যালবামের জন্য অনেক শুভকামনা রইলো। এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ?
তৌসিফ: আপনাকে ধন্যবাদ।সূত্র:বাংলামেইল

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G