ঘটনাবহুল মহররম

প্রকাশঃ অক্টোবর ২৪, ২০১৫ সময়ঃ ১০:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

mohoromমহররম ইসলামিক বর্ষপঞ্জির প্রথম মাস। চারটি পবিত্রতম মাসের মধ্যে এটি একটি। মুহররম শব্দটি আরবী যার অর্থ পবিত্র, সম্মানিত। প্রাচীনকাল থেকে মুহররম মাস পবিত্র হিসাবে গন্য। মহররমের ১০ তারিখ বিশেষ মর্যাদাসম্পন্ন দিন, যাকে আশুরা বলা হয়ে থাকে। আশুরার ঘটনা সমর্কে বলতে গিয়ে নজরুল তার মহরম কবিতাটিতে লিখেছিলেন।

নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া

আম্মা লাল তেরী খুন কিয়া খুনিয়া,
কাঁদে কোন ক্রন্দসী কারবালা ফোরাতে?
সে কাঁদনে আসু আনে সিমারেরও ছোরাতে।

এই দিনে ইসলাম ধর্মমতে অনেক ঘটনার অবতারণা হয়েছে। বিভিন্ন ঘটনাবলীর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা নিচে উল্লেখ করা হলোঃ

মহান আল্লাহ এই দিনেই গোটা বিশ্বকে সৃষ্টি করেন।

এই দিনে প্রথম মানব আদি পিতা হযরত আদম (আঃ)-কে সৃষ্টি করেন ঈশ্বর (আল্লাহ)।

হযরত আদম (আঃ)-কে এদিনেই স্বর্গ বা বেহেশতে স্থান দেয়া হয়।

হযরত আদম (আঃ)-কে পরবর্তীতে এই দিনেই পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ তাঁকে প্রতিনিধি মনোনীত করেছেন।

হযরত নূহ (আঃ)-এর সময়কালে এই দিনে মহাপ্লাবন হয়।

হযরত ইব্রাহীম (আঃ) জন্ম নেন এই দিনে।

হয়রত মূসা (আঃ) ফেরাউনের কবল থেকে উদ্ধার পানও এই দিনে।

হয়রত মূসা  (আঃ) সমসাময়িক ফেরাউনকে আল্লাহ এই দিনে নীল নদের পানিতে ডুবিয়ে মারেন।

হযরত ইউনুছ (আঃ) মাছের পেট থেকে মুক্তি পান এই দিনে।

হযরত আইয়ূব (আঃ) রোগ মুক্তি পান এই দিনে।

হযরত ঈসা (আঃ) (খ্রিস্টধর্মমতে যিশু) এই দিনে জন্ম নেন।

হযরত ঈসা (আঃ) (খ্রিস্টধর্মমতে যিশু) পরবর্তিতে তাঁকে সশরীরে উর্ধ্বাকাশে উঠিয়ে নেয়া হয় এই দিনে।

হযরত মুহাম্মদ (সঃ)-এর দৌহিত্র হাসান (রা)এই দিন কারবালার ময়দানে ইয়েজিদের হাতে মৃত্যুবরণ করেন।

১৩৭৩ বছর আগে ৬১ হিজরির এই দিনে সংঘটিত হয়েছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিয়োগান্তক ঘটনা বা ট্র্যাজেডি।

আশুরার দিন সূর্য কালো হয়ে গিয়েছিল। লাল আকাশে তারা দেখা যাচ্ছিল দিনের বেলায়। অনেকেই ভয় পাচ্ছিল যে হয়তো কিয়ামত শুরু হয়েছে।

এবং এই দিনেই কেয়ামত বা মহাপ্রলয় সংগঠিত হবে।

প্রতিক্ষণ/এডি/বিএ

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G