চবি আই ই আর বিভাগে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

প্রথম প্রকাশঃ জুলাই ১২, ২০১৭ সময়ঃ ২:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৪ অপরাহ্ণ

বিভিন্ন দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আই ই আর) শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করছেন। পাশাপাশি তারা পুরাতন আইন অনুষদ ভবনে অবস্থান নিয়েছেন।

জানা যায়, স্বতন্ত্র ভবন, সেমিনার, কম্পিউটার ও সায়েন্স ল্যাবসহ নানা দাবিতে তাদের আন্দোলন চলছে।

বিভিন্ন বর্ষের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী বুধবার বেলা ১১টা থেকে এ আন্দোলন শুরু করে। এর ফলে সকল একাডেমিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আইন অনুষদ ভবন নির্মিত হবার পর দ্বি-তল বিশিষ্ট পুরাতন আইন অনুষদ ভবনটি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটকে (আই ই আর) দেয়া হয়। যেটি চলতি বছর থেকে শিক্ষক কক্ষ, সেমিনার ও ডেবিটিং ক্লাবের অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু দু’দিন আগে ভবনের নিচ তলার দুটি কক্ষ বিএনসিসিকে দেয়া হয়।

শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে চবি কলেজের কক্ষ ব্যবহার করতে হচ্ছে তাদের। এতে কক্ষ সংকটের কারণে একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত হতো। তবে নতুন একটি ভবন পাওয়ার পর তা কিছুটা নিরসন হয়। কিন্তু বিএনসিসিকে কক্ষ বরাদ্দ দেয়ায় জটিলতা দেখা দেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ‌‌’পাঁচ বছর ধরে নানা সমস্যা নিয়ে কাটাতে হচ্ছে আমাদের। ল্যাব না থাকায় সায়েন্স ডিসিপ্লিনের শিক্ষার্থীদের অন্যত্র গিয়ে ল্যাব করতে হয়। বর্তমানে আমাদের সমস্যাগুলো জিইয়ে রেখে বিএনসিসিকে রুম বরাদ্দ দেয়া প্রশাসনের বিরূপ আচরণ।’

এ বিষয়ে বিশ্ববিদ্যলয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা বলেন, আমরা এটি নিয়ে আলাপ করছি। এটা বড় কোনো সমস্য বলে মনে হচ্ছে না। প্রো-ভিসি ম্যাম ও শিক্ষা ও গবেষণা অনুষদের পরিচালকের সঙ্গে কথা হচ্ছে। সমাধান হয়ে যাবে।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G