চোখের দৃষ্টি ঠোঁটের জাদু!

প্রকাশঃ মে ২৬, ২০১৫ সময়ঃ ৮:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

120686xcitefun-colorful-make-up-4_largeমানুষের মুখের প্রধান আকর্ষণ হচ্ছে চোখ ও ঠোঁট। । কবিরা  বেশিরভাগ সময়ই এই দুটি বিষয়ে কবিতা লিখে প্রেয়সিকে খুশি করার চেস্টা করেছেন । তাই মেকআপের সময় এ দুটি অংশের দিকেই বেশি দৃষ্টি দিতে হয়। আমাদের আজকের রুপচর্চায় থাকছে চোখ এবং ঠোঁটের মেকআপ নিয়ে কিছু টিপস।

চোখের জন্য টিপস

চোখ ছোট হলে

১. চোখের পাতার কোনার দিকে মিডিয়াম টোনের আইশ্যাডো ব্যবহার করুন।
২. চোখের পাতার দিকে হালকা রঙের শ্যাডো লাগান।

গর্তে ঢোকা চোখ

১. ব্রাউন বা কালো কাজল ব্যবহার করুন।
২. চোখের ওপরে আই লাইনার না লাগানোই ভাল। লাগালেও খুব সরু করে লাগান।
৩. চোখের পাতার উপরে মিডিয়াম টোনের আইশ্যাডো লাগিয়ে উপরের দিকে ব্লেন্ড করে দিন।
৪. মাসকারা লাগালে চোখের উপরের পাতায় লাগান। নীচের পাতায় লাগাবেন না।

ঠিকরে আসা চোখ

১. চোখের উপরের পাতায় সরু করে কাজল পরুন।
২. গাঢ় রঙের আই শ্যাডো ব্যবহার করুন।
৩. চোখের উপরে এবং নিচে মাসকারা ব্যবহার করতে ভুলবেন না।maxresdefault

আই মেক আপের সময়ঃ

১. আই শ্যাডোর ব্রাশ ব্যবহারের আগে দু-তিন ফোটা পানি নিয়ে ব্রাশ ভিজিয়ে নিন।
২. শ্যাডো লাগানোর সময় ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করুন।
৩. প্রথমে হালকা রঙের আইশ্যাডো ব্যবহার করুন, ধীরে ধীরে গাঢ় রঙের দিকে যান।
৪. আই ব্রো এলোমেলো যাতে না হয়, সে জন্য সামান্য মাসকারা বা হেয়ার স্প্রে লাগাতে পারেন।

 

ঠোঁটের জন্য টিপস

মোটা ঠোঁট

১. যতটা সম্ভব ঠোঁটের ভিতর দিয়ে লিপ লাইনারের রেখা টানুন যাতে ঠোঁট পাতলা দেখায়।
২. ম্যাট লিপস্টিক ব্যবহার করলে ঠোঁটের মোটা ভাব কমবে।
৩. পাতলা ঠোঁটের রেখার ভিতর সাবধানে লিপস্টিক লাগান।
৪. অবশ্যই লিপ গ্লস লাগাবেন।
৫. অধিকাংশ সময় উপরের ঠোঁট নিচের ঠোঁটের তুলনায় পাতলা হয়। সে জন্য উপরের ঠোঁটের লিপলাইনার একটু বাইরে টেনে নিন।

লিপth3স্টিক

১. লিপস্টিক সরাসরি ঠোঁটে না লাগিয়ে ছোট লিপব্রাশ দিয়ে লাগান।
২. মুখ অল্প খোলা রেখে প্রথমে ঠোঁটের মাঝখান থেকে লিপস্টিক লাগান।
৩. লিপস্টিক লাগানো হয়ে গেলে টিস্যু পেপার আলতো করে দুই ঠোঁটের মাঝে চেপে ধরুন।

লিপগ্লস

১. ঠোঁটে গ্লসি লুক চাইলে লিপগ্লস ব্যবহার করতে পারেন।
২. লিপগ্লস ঠোঁটের মাঝখানে লাগিয়ে দুটি ঠোঁট চেপে ধরুন।
৩. ঠোঁটের রং খুব গাঢ় হলে লিপস্টিকের উপর লিপ গ্লস না লাগালেই ভাল।

মনে রাখবেন

১. ছোট চোখ হলে উপরে ও নিচে লাইনার দিন। ভিতরে কাজল পরবেন না। হালকা রঙের আইশ্যাডো বেছে নিন।
২. ভাসা চোখের শুধু উপরের পাতার কোলে ঘেঁষে লাইনার লাগান। মাঝারি থেকে গাঢ় শেডের আই শ্যাডো নিন।
৩. লিপলাইনারের সহায্যে ঠোঁটের একটু বাইরে থেকে রেখা টানুন। এতে করে ঠোঁট ভরাট দেখাবে।
৪. ফাউন্ডেশন ও কনসিলার দিয়ে ঠোঁটের কোনা গুলো মুখের ত্বকের সঙ্গে মিশিয়ে দিন। ম্যাট ফিনিশ লিপস্টিক লাগান।

 

প্রতিক্ষণ/এডি/তাজিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G