জীবন রক্ষাকারী ওষুধের মূল্যতালিকা দাখিলের নির্দেশ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৮:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৭ পূর্বাহ্ণ

highcortজীবন রক্ষাকারী ওষুধের বাজার মূল্য ও অনুমিত মূল্য উল্লেখ করে মূল্য বৃদ্ধির হার ও বৃদ্ধির অনুমতি আছে কিনা— তা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে জীবন রক্ষাকারী ওষুধের মূল্যবৃদ্ধির অনুমতি আছে কিনা, তাও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

এক রিট আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ এই আদেশ দেয়।

বাজার মূল্য ও অনুমিত মূল্যের তালিকা দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আগামী সাত দিনের মধ্যে ন্যাশনাল ড্রাগ অ্যাডভাইজারি কাউন্সিলকে জীবন রক্ষাকারী সব ওষুধের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেওয়া গেজেট আদালতে জমা দিতে বলা হয়েছে। আর গেজেট করা না হলে আইন অনুসারে তা না করার কারণ এভিডেভিট আকারে দাখিল করতে বলা হয়েছে।

এক রিটের প্রাথমিক শুনানি শেষে গত ১২ জানুয়ারি হাইকোর্ট এ বিষয়ে রুল দেয়। রুলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ওষুধের মূল্য বৃদ্ধিকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

প্রতিক্ষণ /এডি/মারুফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G